হঠাৎ বন্ধ আমেরিকান এয়ারলাইন্সের পরিষেবা

২ সপ্তাহ আগে
বিশ্বের বৃহত্তম এয়ারলাইন অপারেটর আমেরিকান এয়ারলাইন্সের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। ক্রিসমাসের প্রাক্কালে অজ্ঞাত যান্ত্রিক ত্রুটির কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

 

আমেরিকান এয়ারলাইন্স এক বিবৃতিতে বলেছে, ‘আমাদের টিম যত দ্রুত সম্ভব সমস্যার সমাধান করার জন্য কাজ করছে। গ্রাহকদের অসুবিধার জন্য আমরা ক্ষমাপ্রার্থী।

 

প্রতিবেদনে আরও বলা হয়েছে, যাত্রীরা যখন ফ্লাইটে উঠার জন্য প্রস্তুতি নিচ্ছিল তখন বিমানবন্দরে এ ঘোষণা দেয়া হয়। এতে বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। 

 

আরও পড়ুন: সিরিয়ায় ইরানের বিমান চলাচল স্থগিত

 

মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বিমানবন্দরের একটি ভিডিওতে দেখা গেছে, এয়ারলাইন যাত্রীদের জানাচ্ছে, তারা প্রতি ১৫ মিনিটে একটি আপডেট দেবে এবং তাদের জানাবে কী ঘটছে...আমাদের সিস্টেমটি ডাউন হয়েছে যার ফলে আমরা কোনো ক্রু বা যাত্রীকে এতে রাখতে পারি না। আমরা এটা নিয়ে কাজ করছি।

 

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এর একটি নোটে বলা হয়েছে, সংস্থাটি সমস্ত ফ্লাইট গ্রাউন্ডিংয়ের (নামানোর) জন্য অনুরোধ করেছে।

 

]]>
সম্পূর্ণ পড়ুন