হজযাত্রীদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে প্রস্তুতি সম্পন্ন করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। ঢাকার আশকোনা হজ ক্যাম্প সাজানো হয়েছে নান্দনিকভাবে।
হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন বলেন, ‘বিগত বছরে যে সমস্যাগুলো ছিল, সেগুলো চিহ্নিত করে এবার আগে থেকেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।’
সরকারের নেয়া উদ্যোগের মধ্যে রয়েছে মক্কা ও মদিনায় হজ ম্যানেজমেন্ট সেন্টার স্থাপন, হজযাত্রীদের জন্য ‘ইহজ বিডি’ অ্যাপ চালু এবং নগদ অর্থ বহনের বিকল্প হিসেবে ডেবিট কার্ড প্রদান।
আরও পড়ুন: নারীরা কি মাহরাম ছাড়া ওমরাহ করতে পারবেন?
‘ইহজ বিডি’ অ্যাপে বাংলা ভাষায় রিয়েলটাইম দিকনির্দেশনা, প্রতিদিনের করণীয় ও দোয়া, এবং হারিয়ে গেলে অবস্থান শনাক্তের সুবিধা রয়েছে।
তবে আশকোনা হজ ক্যাম্পের সামনের নির্মাণাধীন আন্ডারপাস কিছুটা ভোগান্তির আশঙ্কা তৈরি করলেও দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।
এ বিষয়ে মো. লোকমান হোসেন বলেন, ‘হজযাত্রীদের সুবিধার্থে কাওলা রেল ক্রসিংয়ের পর সিভিল এভিয়েশনের কমিউনিটি সেন্টার পর্যন্ত নতুন রাস্তা নির্মাণ করে ব্যবহার করা হচ্ছে।’
চলতি বছর সরকার হজযাত্রীদের স্বল্পমূল্যে রুমিং সুবিধাও দেবে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
]]>