এ পর্যন্ত ৩ হাজার ১৬১টি ভবনকে লাইসেন্স দিয়েছে মক্কার মেয়র অফিস। যেখানে ৪ লাখ ২৯ হাজারের বেশি কক্ষ প্রস্তুত। হজযাত্রীদের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ মানদণ্ড মেনে তৈরি করা হয়েছে এসব ভবন।
বিভিন্ন দেশ থেকে এরই মধ্যে সৌদি আরবে পৌঁছাতে শুরু করেছেন প্রথম দফার হজযাত্রীরা। হজ ব্যবস্থাপনা সুষ্ঠু করতে ২৯ এপ্রিলের পর মক্কায় হজযাত্রী ছাড়া সাধারণের প্রবেশ নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। সেইসঙ্গে ওমরাহ পালনের জন্য আগত বিদেশি নাগরিকদেরও ওই দিনের মধ্যে সৌদি আরব ছাড়তে হয়েছে। নির্ধারিত সময়ের পরে কেউ অবস্থান করলে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
আরও পড়ুন: সৌদি পৌঁছেছেন ২২২০৩ হজযাত্রী, ২ জনের মৃত্যু
উল্লেখ্য, গত বছর হজ পালন করেন প্রায় ১৮ লাখ মানুষ। এর মধ্যে ১৬ লাখই ছিলেন বিদেশি। এ বছর বাংলাদেশ থেকে হজ পালন করবেন ৮৭ হাজার ১শ জন।