হইলুন্দের জোড়া গোলে ইউরোপা লিগে ইউনাইটেডের টানা তৃতীয় জয়

৪ সপ্তাহ আগে
গোল না পাওয়ার হতাশার মাঝে আন্দ্রে ওনানার ভুলে পিছিয়ে পড়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ত্রাণকর্তা হয়ে দলকে উদ্ধার করেন দ্বিতীয়ার্ধে বদলি নামা রাসমুস হইলুন্দ। তার জোড়া গোলে শেষ পর্যন্ত জয় তুলে নেয় রেড ডেভিলরা।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ইউরোপা লিগের ম্যাচে চেক ক্লাব ভিক্টোরিয়া পলজেনকে ২-১ ব্যবধানে হারিয়েছে ইউনাইটেড। তাতে তিন ড্রয়ের পর লিগটিতে টানা তৃতীয় জয় তুলে নিলো তারা।

 

এদিন একের পর এক আক্রমণে শুরু থেকেই পলজেনকে চাপে রাখে ইউনাইটেড। পুরো ম্য্যাচে তাদের আধিপত্যও ছিল নজরকাড়া। ৬৯ শতাংশ সময় বল দখলে রেখে ১৭টি শট নেয় রুবেন আমোরিমের শিষ্যরা। যার ৮টিই ছিল গোলমুখে। বিপরীতে পলজেনের ১৫ শটের মাত্র ২টি ছিল লক্ষ্য বরাবর।

 

ম্যাচ শুরুর পঞ্চম মিনিটেই প্রতিপক্ষ শিবিরে আঘাত হেনেছিলেন জশুয়া জির্কজি। চার ডিফেন্ডারের বাধা কাটিয়ে বক্সের ভেতরে প্রবেশ করেন তিনি। তবে জটলার মধ্যে থেকে লক্ষ্যভেদ করতে পারেননি তিনি। ৩১তম মিনিটে বক্সের বাইরে থেকে দারুণ একটি শট নেন ব্রুনো ফের্নান্দেজ। ডানদিকে ঝাঁপিয়ে পড়ে সেটি ঠেকিয়ে দেন পলজেন গোলরক্ষক মার্টিন জেডলিকা। গোলশূন্য সমতায় বিরতিতে যায় দুদল।

 

আরও পড়ুন: ধর্ষণের মামলা থেকে অব্যহতি পেলেন এমবাপ্পে

 

বিরতির পর আন্দ্রে ওনানার ভুলে বিপদে পড়ে ইউনাইটেড। সতীর্থকে বক্সের ভেতর ছোট পাস দেন এ গোলরক্ষক। সেটি দৌড়ে এসে দখলে নেন পাভেল সালক। এগিয়ে গিয়ে পাস দেন মাতেজ ভিয়াদরাকে। বাকি কাজটা সেরে নেন এ চেক ফরোয়ার্ড।

 

তবে দলকে বেশিক্ষণ হতাশায় রাখেননি হইলুন্দ। ৫৬তম মিনিটে মার্কাস রাশফোর্ডের বদলি নামার পর ৬ মিনিটের মধ্যেই দলকে সমতায় ফেরান তিনি। ৬২তম মিনিটে ডান প্রান্ত ধরে আক্রমণে উঠে গোলের উদ্দেশে শট নেন আমাদ দিয়ালো। সেটি গোলরক্ষক ফেরালেও ক্লিয়ার করতে পারেননি। অরক্ষিত অবস্থায় পেয়ে আলতো ছোঁয়ায় জাল খুঁজে নেন হইলুন্দ। ২৫ মিনিট পরই জয়সূচক গোলটি এনে দিতে পারতেন ম্যাসন মাউন্ট। কিন্তু গোলমুখে ওয়ান অন ওয়ান পজিশনে বল পেয়েও জালে জড়াতে ব্যর্থ হন তিনি।

 

অনেক চেষ্টার পর ৮৮তম মিনিটে সফল হয় রেড ডেভিলরা। প্রতিপক্ষকে বোকা বানিয়ে ব্রুনো নিচু ফ্রি-কিক শট নেন। প্রতিপক্ষের একজনের বাধা কাটিয়ে বক্সে সেটি দখলে নেন হইলুন্দ। এরপর কিছুটা এগিয়ে গোলরক্ষককে পরাস্ত করেন ড্যানিশ এ ফরোয়ার্ড। জয়ের আনন্দে ভাসে ইউনাইটেড।

 

৬ ম্যাচে ৩ জয় ও ৩ ড্রয়ে ১২ পয়েন্ট নিয়ে ইউরোপা লিগ টেবিলের সাতে অবস্থান করছে রুবেন আমোরিমের শিষ্যরা।’

 

আরও পড়ুন: বিশ্বকাপে ‘এলজিবিটিকিউ’ সমর্থকদের স্বাগত জানাবে সৌদি আরব

 

এদিকে লিগের আরেক ম্যাচে বড় জয় পেয়েছে রোমা। ব্রাগাকে ৩-০ ব্যবধানে হারিয়েছে ইতালিয়ান ক্লাবটি। তবে লাজিওর কাছে ৩-১ ব্যবধানে হেরেছে ডাচ ক্লাব আয়াক্স।

 

]]>
সম্পূর্ণ পড়ুন