সড়কে বৈদ্যুতিক খুঁটি রেখেই সংস্কার, ঝুঁকিতে হাজারো মানুষ

১ সপ্তাহে আগে
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার পায়রাডাঙ্গা থেকে পারফলসি পর্যন্ত সাড়ে ছয় কিলোমিটার সড়কে বৈদ্যুতিক খুঁটি সরানো ছাড়াই সংস্কার কাজ শেষ করা হয়েছে। ফলে প্রতিদিনই দুর্ঘটনার ঝুঁকিতে রয়েছে এ এলাকার মানুষ।

নতুন নির্মিত বা সংস্কার করা সড়কের মধ্যে ২৩টি বৈদ্যুতিক খুঁটি থাকায় যান চলাচলে ভয়াবহ সমস্যা দেখা দিয়েছে। কোনো কোনো খুঁটি রাস্তার একেবারে মাঝখানে, আবার কিছু রয়েছে প্রান্তে। এতে বড় যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা।

 

স্থানীয় বাসিন্দা মো. আলতাফ হোসেন বলেন, ‘রাস্তার মাঝখানে এমন খুঁটি রেখে কাজ শেষ করা মানেই মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া। আমরা প্রতিদিন আতঙ্কে চলাচল করি। শিশুরা স্কুলে যেতে ভয় পায়।’

 

 

পারফলসি এলাকার গৃহবধূ শিউলি খাতুন বলেন, ‘সকালে হাটে যেতে হয়। রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রাক বা পিকআপ এলে জায়গা পাওয়া যায় না। খুঁটির কারণে পাশ কাটানোও সম্ভব হয় না ঠিকভাবে। ভয় লাগে কোনোদিন না জান নিয়ে ফিরতে পারি না।’

 

স্থানীয় কৃষক রমজান আলী বলেন, ‘এত টাকা খরচ করে রাস্তা বানাল, অথচ খুঁটি রেখে দিল। এটা কোনো উন্নয়ন না, বরং আরও বড় বিপদ ডেকে আনা হয়েছে।’

 

আরও পড়ুন: 

 

এ বিষয়ে হরিণাকুণ্ডু উপজেলা প্রকৌশলী মো. রাকিব হাসান বলেন, ‘আমরা বারবার বলেছি খুঁটিগুলো যেন আগে সরিয়ে ফেলা হয়। কিন্তু পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। আমাদের হাতে তো বিদ্যুতের খুঁটি সরানোর ক্ষমতা নেই।’

 

তবে পল্লী বিদ্যুৎ সমিতির কোনো কর্মকর্তার মন্তব্য পাওয়া যায়নি। একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা সাড়া দেননি।

]]>
সম্পূর্ণ পড়ুন