সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ৪ ঘণ্টা আগে লিখেছিলেন ‘সাদা কাপড়, মাটির ঘর ’

৩ দিন আগে
বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মাত্র চার ঘণ্টা আগে নিজের ফেসবুক ওয়ালে ‘সাদা কাপড়, মাটির ঘর আর বাঁশের ছাউনি’ লেখা পোস্ট করেন কলেজ শিক্ষার্থী শাহাবুল হাসান (২০)।

রোববার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার গাড়িদহ ইউনিয়নের ফুলবাড়ী বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

 

দুর্ঘটনায় শাহাবুলের সঙ্গে মোটরসাইকেলে থাকা আরেক বন্ধু মেহেদী হাসান (২০) নিহত হয়েছেন ৷ এই দুর্ঘটনায় আহত হয়েছেন তাদেরই আরেক বন্ধু উৎসব চক্রবর্তী (২০) নামের মোটরসাইকেল আরোহী। হতাহতদের সবার বাড়ি বগুড়ার শেরপুর উপজেলায়। সম্প্রতি তারা উচ্চ মাধ্যমিক পাস করেছেন।

 

আরও পড়ুন: বগুড়ায় পৌঁছেছে রাফিউলের মরদেহ, মা এখনও জানেন না তার মৃত্যুর খবর

 

স্থানীয়রা জানান, তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে রামেশ্বরপুর গ্রামের দিকে যাচ্ছিলেন। পথে মোটরসাইকেলচালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি দোকানের শাটারে ধাক্কা দেয়। এতে তিনজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক দু'জনকে মৃত ঘোষণা করেন ৷

 

আরও পড়ুন: বগুড়ায় প্রতারণা মামলায় অতিরিক্ত ডিআইজি কারাগারে

 

শেরপুর থানার উপ-পরিদর্শ আমিরুল ইসলাম বলেন, বেপরোয়া গতির কারণে মোটরসাইকেলটি দুর্ঘটনার শিকার হয়েছে। নিহত শাহাবুল নিজেই মোটরসাইকেলটি চালাচ্ছিলেন। নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়াও আহত উৎসব প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

]]>
সম্পূর্ণ পড়ুন