স্মিথের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার বিশাল সংগ্রহ

২ সপ্তাহ আগে
মেলবোর্ন টেস্টের প্রথম দিনে ৬ উইকেটে ৩১১ রান তুলে দিন শেষ করেছিলো অস্ট্রেলিয়া। তবে দ্বিতীয় দিনে মারকুটে ব্যাটিং করে ৪৭৪ রানে থামে অস্ট্রেলিয়ার ইনিংস। প্রথম দিনে ৬৮ রানে অপরাজিত থাকা স্টিভেন স্মিথ তুলে নেন ক্যারিয়ারের ৩৪তম শতক।

কামিন্স ও স্মিথ শুরু করেছিলেন দ্বিতীয় দিন। এই দুইজনের ১১২ রানের জুটির উপর ভর করেই বড় সংগ্রহ পায় অস্ট্রেলিয়া। কামিন্স ৪৯ রানে আউট হলেও, স্মিথ তুলে নেন ক্যারিয়ারের ৩৪তম শতক। তার পাশাপাশি ভারতের বিপক্ষে ১১তম সেঞ্চুরিটিও পেয়ে গেলেন অজি এই ব্যাটসম্যান। তবে আকাশ দীপের বলে ১৯৭ বলে ১৪০ রান করা স্মিথের বোল্ড হওয়া সকলকেই অবাক করেছে।


আরও পড়ুন: টেস্টের বুমরাহকে একাধিক ছক্কা হাঁকানো দুজনের একজন কনস্টাস 


শেষ দিকে মিচেল স্টার্ক ১৫ এবং নাথান লায়ন ১৩ রান করলে সবকটি উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ দাঁড়ায় ৪৭৪ রান। এর আগে অর্ধশতকের দেখা পেয়েছেন অভিষিক্ত স্যাম কনস্টাস (৬০), উসমান খাজা (৫৭) এবং মার্নাস লাবুশেন (৭২)।


ভারতের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট পেয়েছেন বুমরাহ। ৩ উইকেট পেয়েছেন জাদেজা, ২ উইকেট পেয়েছেন আকাশ দীপ। বাকি উইকেটটি ওয়াশিংটন সুন্দরের।      

]]>
সম্পূর্ণ পড়ুন