স্বেচ্ছাসেবক লীগ নেত্রী নিলুফাকে চেয়ারম্যান হিসেবে মানতে নারাজ এলাকাবাসী

১ সপ্তাহে আগে
দিনাজপুরের হিলিতে আলিহাট ইউনিয়ন পরিষদ থেকে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেত্রী নিলুফা ইসলামকে অবাঞ্চিত ঘোষণার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা।

সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ১১টায় আলিহাট ইউনিয়ন পরিষদের সামনের সড়কে অবস্থান নিয়ে মানববন্ধন করে তারা। ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে বের হয় বিক্ষোভ মিছিল। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে স্থানীয় স্কুল মাঠে গিয়ে শেষ হয়।

 

এ সময় বিক্ষোভকারীরা বলেন, সম্প্রতি আদালত তাকে (নিলুফা ইসলাম) প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছে কিন্তু আমরা ওনাকে এই চেয়ারে দেখতে চাই না। তিনি আওয়ামী লীগের দোসর এবং প্রকাশ্যে একজন দুর্নীতিবাজ। এর আগে চাল চুরির দায়ে বরখাস্ত হয়েছেন।


আরও পড়ুন: ছাত্র-জনতার তোপের মুখে সভা থেকে ইউপি চেয়ারম্যানকে পুলিশে দিলো ইউএনও

 

নিলুফা ইসলামকে ইউনিয়ন পরিষদ থেকে অবাঞ্চিত ঘোষনার দাবি জানান তারা। দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা।  

 

প্রসঙ্গত, এর আগে নিলুফা ইয়াসমিন প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেলেও চাল নিয়ে দুর্নীতির অভিযোগে বরখাস্ত হন। পরে ইমরান প্যানেল চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন। পরবর্তীতে নিলুফা আদালতে গেলে সম্প্রতি আদালত তাকে প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের নির্দেশনা দেয়। এতেই ক্ষুদ্ধ হন স্থানীয়রা। 

]]>
সম্পূর্ণ পড়ুন