তিনি বলেন, ৫৩ বছর আমরা দেখেছি। আর কোনো মানব রচিত তন্ত্র-মন্ত্রের মাধ্যমে আমরা নিষ্পেষিত হতে চাই না। বহুত মার্কা, বিএনপি, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি দেখেছি। এবার ইসলামের শাসন দেখার অপেক্ষায়। আর একমাত্র ইসলামের শাসনের মধ্যে রয়েছে দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তি।
শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলার শাখার উদ্যোগে যশোর ঈদগাহ ময়দানের সমাবেশে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: বাংলাদেশ নয়, গণপ্রজাতন্ত্র শব্দ পরিবর্তনের প্রস্তাব দিয়েছে ইসলামী আন্দোলন
সমাবেশে তিনি আরো বলেন, স্বার্থান্বেষী মহল আমাদের সরলমনা আলেমদেরকে বিভিন্ন সময় মুখরোচক বক্তব্যের মাধ্যমে বোকা পেয়ে ধোঁকা দিয়েছে। তারা আলেমদেরকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে ক্ষমতার মসনদে বসে আমাদের ওপর জুলুম নির্যাতন হত্যা করেছে। দেশের অর্থনীতি ধ্বংস করেছে। দেশের টাকা পাচার করেছে। ইসলামী আন্দোলনের কর্মীদের গুম ও খুন করেছে। এর পরিবর্তন ইসলামী আন্দোলন বাংলাদেশকেই করতে হবে।
আরও পড়ুন: পাসপোর্টে এক্সসেপ্ট ইসরাইল পুনর্বহাল করার দাবি ইসলামী আন্দোলনের
দলের যশোর জেলা শাখার সভাপতি আব্দুল হালিম মিয়ার সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা হাফেজ আব্দুল আউয়াল, সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) মাওলানা মো. শোয়াইব হোসেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ডীন প্রফেসর ড. মুহাম্মদ ফারুক আহমাদ, ইসলামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অ্যাডভোকেট নূর ইসলাম নুরুলসহ প্রমুখ।