সম্প্রতি জানা গেছে, সঞ্জয়ের সম্পত্তির দলিলে বেশ কিছু অসঙ্গতি ধরা পড়েছে, এর মধ্যে রয়েছে কারিশমার ছেলের নামের বানান ভুল।
ভারতীয় গণমাধ্যমে দেয়া এক প্রতিবেদন অনুযায়ী, প্রায় ৩০ হাজার কোটি টাকার সম্পত্তির দলিলে একাধিক ভুল পাওয়া গেছে। কারিশমা ও সঞ্জয়ের সন্তান কিয়ানের নামের বানান ভুলভাবে লেখা হয়েছে, আর মেয়ে সামাইরার ঠিকানাতেও রয়েছে ত্রুটি।
আরও পড়ুন: নিজের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ঐশ্বরিয়াকে উৎসর্গ করলেন অভিষেক
কারিশমার দুই সন্তানের পক্ষের আইনজীবী মহেশ জেঠমলানির অভিযোগ, ইচ্ছাকৃতভাবে এই ভুল করা হয়েছে, যাতে সন্তানদের উত্তরাধিকার থেকে বঞ্চিত করা যায়। তার দাবি, এই দলিল সঞ্জয় নিজে নয়, বরং তার তৃতীয় স্ত্রী প্রিয়া সচদেব এই কারসাজি করেছেন।
আরও পড়ুন: ক্যাটরিনা-ভিকির সন্তান নিয়ে ভবিষ্যদ্বাণী সেই জ্যোতিষীর!
গত ১২ জুন লন্ডনে মারা যান শিল্পপতি সঞ্জয় কাপুর। সেদিন পোলো খেলতে গিয়ে দুর্ঘটনার শিকার হন তিনি। খেলার সময় মুখে মৌমাছি ঢুকে পড়ে, এরপর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার। পরে আইনি জটিলতার কারণে প্রায় এক সপ্তাহ পর ১৯ জুন তার মরদেহ ভারতে আনা হয়।

১ সপ্তাহে আগে
২







Bengali (BD) ·
English (US) ·