স্বামীকে ভিডিও কলে রেখে কীটনাশক পান করা সেই গৃহবধূর মৃত্যু

৩ সপ্তাহ আগে
বাগেরহাটের মোল্লাহাটে কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টাকারী গৃহবধূ পিয়াসী (২২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার (২৬ অক্টোবর) বিকেলে গোপালগঞ্জ সদর হাসপাতালে তার মৃত্যু হয়।

এর আগে শুক্রবার (২৪ অক্টোবর) নিজ ঘরের দরজা বন্ধ করে স্বামীকে ভিডিও কলে রেখে আগাছা নাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেন এই নারী। পরে স্বজনরা উদ্ধার করে গোপালগঞ্জ হাসপাতালে ভর্তি করেন।

 

মৃত পিয়াসী উপজেলার কামারগ্রামের সজীব শেখের স্ত্রী।

 

আরও পড়ুন: দেড় মিনিটে গৃহবধূর কানের দুল ছিনিয়ে নিলো ২ যুবক, ফুটেজ ভাইরাল

 

পারিবারিক সূত্রে জানা যায়, সজীব শেখ ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরিরত ছিলেন। এর আগেও ওই নারী বিষ পান করে সে যাত্রায় বেঁচে যান।

 

আরও পড়ুন: ধর্ষণের পর পরকীয়ার অভিযোগ তুলে গৃহবধূকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

 

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুল হক বলেন, ‘বিষয়টি শুনেছি তবে, এখন পর্যন্ত ওই পরিবারের পক্ষ থেকে জানানো হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

]]>
সম্পূর্ণ পড়ুন