স্বামী-স্ত্রীর দ্বন্দ্বের অভিযোগও ট্রাইব্যুনালে!

২ দিন আগে
ভাইয়ে ভাইয়ে জমিজমা নিয়ে দ্বন্দ্ব, ব্যবসায়িক বিরোধ এমনকি স্বামী-স্ত্রীর দ্বন্দ্বের জেরেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা পড়েছে বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।

বুধবার (১৬ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।


তামিম বলেন, ‘এমন পিকুলিয়ার পিকুলিয়ার অভিযোগ আসছে–ঘরে/সংসারে একজনের সঙ্গে আরেকজনের বনিবনা হয়নি, জমিজমা নিয়ে বিরোধ, স্বামী-স্ত্রীর বিরোধের অভিযোগও আমরা ইতোমধ্যে পেয়েছি। এগুলো মানবতাবিরোধী অপরাধের সঙ্গে সম্পৃক্ত না হওয়ায় আমরা ইন্সটেন্টলি রিজেক্ট করেছি।’


তিনি বলেন, ‘যে অভিযোগগুলো মানবতাবিরোধী অপরাধের সঙ্গে সম্পক্তি, সেগুলো আমরা তদন্ত সংস্থায় প্রেরণ করি। তদন্ত সংস্থা তদন্ত করে পজিটিভ রেজাল্ট পেলেই কেবল আমাদেরকে দেয়। প্রধান প্রসিকিউটরের অধীন আমরা মামলা করি।’
 

আরও পড়ুন: ট্রাইব্যুনালে মামলা অগ্রগতি জানালেন চিফ প্রসিকিউটর


তামিম বলেন, শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগ নেতাদের এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্তাদের মামলাগুলো ট্রাইব্যুনালে ব্যক্তিকেন্দ্রিক মামলা। এসব মামলায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ এবং অপরাধ সংঘটনে তাদের ভূমিকা তদন্ত করা হচ্ছে, যা আইনের ভাষায় ‘সুপেরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি’ হিসেবে পরিচিত।


তিনি বলেন, পাশাপাশি জুলাই-আগস্টের ঘটনার বিভিন্ন স্থানের ওপর ভিত্তি করে কিছু মামলার তদন্ত চলছে। এর মধ্যে আশুলিয়া, রামপুরা এবং চানখারপুলসহ বেশ কয়েকটি স্থানের মামলা উল্লেখযোগ্য।


জুলাই-আগস্টের হত্যাযজ্ঞের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যাত্রা শুরুর পর এখন পর্যন্ত প্রায় সাড়ে তিনশ অভিযোগ জমা পড়েছে জানিয়ে এ প্রসিকিউটর বলেন, ‘সুপেরিয়র রেসপন্সিবিলিটির মামলায় যারা গ্রেফতার বা পলাতক রয়েছেন, তাদের অনেকেই এরইমধ্যে ঘটনাস্থলকেন্দ্রিক মামলাগুলোর অন্তর্ভুক্ত হচ্ছেন। আর যেসব মামলায় নৃশংসতা বেশি, সেগুলোতে আমরা অগ্রাধিকার দিচ্ছি। এ কারণে অন্যান্য মামলার তদন্ত কিছুটা ধীরগতিতে চলছে। তবে এর মানে এই নয় যে মামলাগুলো থেমে আছে। প্রতিটি মামলার জন্য আলাদা তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে এবং তারা পৃথকভাবে তদন্ত পরিচালনা করছেন।’


এদিন ট্রাইব্যুনালে তিনটি মামলার শুনানি হয়। মহাখালীতে মানবতাবিরোধী অপরাধ মামলার তদন্ত শেষ করতে তিন মাস সময় পায় প্রসিকিউশন। এ ছাড়া রাজধানীর মোহাম্মদপুরে গুলির সঙ্গে জড়িত এক আনসার সদস্যকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন বিশেষ আদালত।

]]>
সম্পূর্ণ পড়ুন