স্বাভাবিক হয়নি মেট্রোরেল চলাচল, খসে পড়া প্যাড মেরামতের কাজ চলছে

৩ সপ্তাহ আগে
রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল লাইনের যে পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে দুর্ঘটনা ঘটেছে, সেটি এখন মেরামতের কাজ করছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কারিগরি টিম।

সোমবার (২৭ অক্টোবর) সকালে সরেজমিনে দেখা যায়, কাজ চলছে। টেকনিক্যাল টিমের সঙ্গে কথা হলে তারা জানান, দ্রুতই কাজ শেষ করে আজকের মধ্যেই ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন তারা।

 

অবকাঠামোগত কোনো ক্ষতি হয়নি বলেও নিশ্চিত করেছেন জাপানি কারিগরি দলের একজন সদস্য।

 

আরও পড়ুন: বিয়ারিং প্যাড খুলে নিহত কালামের প্রথম জানাজা নারায়ণগঞ্জে অনুষ্ঠিত

 

এর আগে রোববার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ফার্মগেট স্টেশনের সংলগ্ন ৪৩৩ নম্বর পিলার থেকে একটি রাবারের বিয়ারিং প্যাড পড়ে এক পথচারী ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পর থেকে আগারগাঁও থেকে শাহবাগ পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন