পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, শুক্রবার (৪ জুলাই) সকালে বিরাহিমপুর কবরস্থানে জিয়ারত করতে যান মৃতদের স্বজনরা। তারা কয়েকটি কবরের ওপরের মাটি ও বাঁশের চরাট সরানো অবস্থায় দেখতে পান। ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখতে পান, কবরের ভেতরে কঙ্কাল নেই। বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে যায় পুলিশ।
স্থানীয়রা জানান, তাদের আত্মীয়-স্বজনদের এই কবরস্থানে দাফন করা হয়েছে। অনেকেই ভোরে ফজরের নামাজ পড়ে কবর জিয়ারত করতে যান। সকালে কয়েকজন দেখতে পান কবরের মাটি খোঁড়া এবং বাঁশের চরাট সরানো। কবরের ভেতর ভালো করে তাকিয়ে তারা দেখেন, অধিকাংশের মাথার খুলি নেই। তাদের আশঙ্কা, একটি চক্র মাথার খুলিগুলো চুরি করে নিয়ে গেছে।
আরও পড়ুন: পাবনা মানসিক হাসপাতালে ৯ দালালকে কারাদণ্ড
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, পুলিশ কবরস্থানটি পরিদর্শন করে স্থানীয়দের সঙ্গে কথা বলেছে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি। চক্রটিকে চিহ্নিত করে তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেননি।