রাঙ্গামাটিতে বিভিন্ন পেশাজীবি প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সোমবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করেছে স্থানীয় সরকার সংস্কার কমিশন।
এতে স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান ড. তোফায়েল আহম্মেদ ছাড়াও উপস্থিত ছিলেন কমিশনের সদস্য প্রফেসর ড. ফেরদৌস আরফিনা ওসমান, আবদুর রহমান, ড. মাহফুজ কবীর, মাশহুদা খাতুন শেফালী, অধ্যাপক ড. মোহাম্মদ তারিকুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহসহ স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
আরও পড়ুন: দুদকের তদন্ত হবে এক্সরে রিপোর্টের মতো: দুদক কমিশনার
মতবিনিময় সভা শেষে স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান ড. তোফায়েল আহম্মেদ জানান, পার্বত্য জেলা পরিষদগুলো অত্যন্ত শক্তিশালী প্রতিষ্ঠান। অথচ ১৯৮৯ সালের পর থেকে দীর্ঘ সময় পরিষদগুলোর কোনো নির্বাচন হয়নি। এভাবে চলতে থাকলে প্রতিষ্ঠাগুলো বৈধতা হারাবে।
আরও পড়ুন: চাকরি ও পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন বন্ধে সুপারিশ করবে কমিশন
তিনি আরও বলেন, পার্বত্য জেলা পরিষদগুলোর নির্বাচন করতে হলে আলাদা ভোটার তালিকা তৈরি করা হবে। কিন্তু এটি সংবিধানের সঙ্গে সাংঘষিক। তাই এই অঞ্চলের মানুষকেই জেলা পরিষদ নির্বাচন ইস্যুতে ঐকমত্যে পৌঁছাতে হবে।