শনিবার (২২ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে বংশাল আগামাছি লেনের একটি বাসায় এ ঘটনা ঘটে।
অচেতন অবস্থায় বাপ্পীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ইয়াসিনের বাবা মো. জাবেদ জানান, আগামাছি লেনের পাঁচতলা নিজেদের বাড়ির ৪র্থ তলায় থাকেন তারা। ইয়াসিন ইন্টারনেট ব্যবসা করত। ইফতারের আগ মুহূর্তে স্ত্রী রুপার সঙ্গে সামান্য বিষয় নিয়ে ঝগড়া হয় তার। এরপর সবাই যখন ইফতারের প্রস্তুতি নিচ্ছিলেন তখন নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেন ইয়াসিন। পরে ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পেয়ে একপর্যায়ে পরিবারের সদস্যরা দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন, গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন ইয়াসিন। সঙ্গে সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে হাসপাতালে নিয়ে আসেন। তবে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: একই রশিতে ঝুলছিল মা-মেয়ের মরদেহ, স্বামী আটক
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।
]]>