স্ত্রীর সঙ্গে আর দেখা হলো না শফিকুলের

১ সপ্তাহে আগে
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় লরির ধাক্কায় শফিকুল ইসলাম নামে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের এক কর্মী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ মে) রাতে উল্লাপাড়ার শ্যামলী পাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত শফিকুল ইসলাম জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার বড়খাল গ্রামের মরহুম সোহরাব আলীর ছেলে। তিনি ব্র্যাকের তাড়াশ শাখার একজন কর্মী ছিলেন।

 

আরও পড়ুন: গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১৫

 

উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক সেলিম মোল্লা জানান, রাতে শফিকুল ইসলাম সাপ্তাহিক ছুটিতে মোটরসাইকেল নিয়ে তার স্ত্রীর সঙ্গে দেখা করতে উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুরে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি বগুড়া-নগরবাড়ী মহাসড়কে উল্লাপাড়ার শ্যামলী পাড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি তেলের লরির ধাক্কায় শফিকুল ইসলাম ছিটকে পড়ে ঘটনাস্থলে নিহত হন।

 

আরও পড়ুন: মেহেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় এনজিওকর্মী নিহত

 

খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করে।

]]>
সম্পূর্ণ পড়ুন