স্ত্রীকে নিয়ে মেহেদী উৎসবে এসে যা বললেন আইন উপদেষ্টা

২ সপ্তাহ আগে
ঈদের আনন্দ উপভোগ করতে স্ত্রী শীলা আহমেদকে নিয়ে মেহেদী উৎসবে হাজির হলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এই আয়োজনের প্রশংসা করে তিনি বলেন, দেশে ঈদের আনন্দ বাড়াতে এমন নতুন নতুন আয়োজন প্রয়োজন।

রোববার (৩০ মার্চ) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির নন্দন মঞ্চে বসে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আসর। চাঁদরাতের আনন্দ অনুষ্ঠান শিরোনামের এ আয়োজনে অংশ নেন আগ্রহী অনেকেই।

 

 

অনুষ্ঠানে নাচগানের পাশাপাশি ছিল মেহেদি উৎসবের আয়োজনও। এতে অংশ নেন শীলা আহমেদ। দুই হাত সাজান মেহেদির রংয়ে। এ সময় স্ত্রীর পাশে বসেছিলেন উপদেষ্টা আসিফ নজরুল। 

 

প্রথমবার এমন কোনো অনুষ্ঠানে অংশ নিতে পেরে উচ্ছ্বাসিত ছিলেন শীলা। বলেন, ‘এমন অনুষ্ঠানে এবারই প্রথম আসলাম। খুব ভালো লাগছে, ধন্যবাদ।’

 

আরও পড়ুন: ঈদুল ফিতরে আজহার শুভেচ্ছা জানাল ম্যাকডোনাল্ড’স!

 

আসিফ নজরুল বলেন, ‘এমন অনুষ্ঠানে আসতে পেরে খুবই ভালো লাগছে। ঈদে মেহেদির রংয়ে হাত রাঙানো আমাদের সংস্কৃতির অংশ। আসলে মোস্তফা সরোয়ার ফারুকীর অনেক ইনোভেটিভ বুদ্ধি। ঈদ উপলক্ষে এমন অনুষ্ঠান আয়োজন দর্শককে আকর্ষণ করেছে, একাত্ম করেছে। সবাই একসাথে মিলে আনন্দ করাটা দেখে সত্যি ভালো লাগছে।’

 

আরও পড়ুন: ঈদ আয়োজনে ওটিটিতে ৩ সিনেমা

 

তিনি আরও বলেন, ‘ঈদে আনন্দ করাটা একটা মুক্তির পরিবেশ তৈরি করেছে। ফ্যাসিস্ট শাসন অবসানের পরে এমন একটা ঈদে নতুনভাবে সবাই সবার সঙ্গে সংযুক্ত হচ্ছে, এটাই ভালো লাগছে।’

 

 

]]>
সম্পূর্ণ পড়ুন