নিহত মো. সজিবুল ইসলাম (২৪) কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার কান্দুঘর গ্রামের হুমায়ুন কবিরের ছেলে। সজিবুল বাংলাদেশ ফায়ার সার্ভিস সন্দীপ উপজেলায় চাকরি করতেন।
এলাকাবাসী ও হাইওয়ে পুলিশ জানায়, গত পাঁচদিন আগে সজিবুল ইসলাম ফুটফুটে কন্যা সন্তানের বাবা হন। সেই সন্তান ও তার স্ত্রীকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় তার শ্বশুরবাড়িতে রেখে সজিবুল আজ সকালে মোটরসাইকেলে নিজ বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার কান্দুঘর ফিরছিলেন।
আরও পড়ুন: ঈদের প্যান্ট নিয়ে বাড়ি ফেরা হলোনা তাফসিরুলের!
পথিমধ্যে চট্টগ্রাম-সিলেট মহাসড়কের কসবা উপজেলার তিনলাখপীর এলাকায় আসার পর তার মোটরসাইকেলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ফায়ার সার্ভিস কর্মী সজিবুলের মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রহমান জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় হাইওয়ে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।