সামাজিক মাধ্যমে বিস্ফোরক অভিযোগ করে প্রশ্ন ছুঁড়ে ট্যাগ করলেন নারী কমিশন এবং শিশু সুরক্ষা কমিশনকে। বললেন, আইন কি শুধু প্রভাবশালীদের পক্ষে কথা বলে?
নিজের ফেসবুক প্রোফাইলে রিয়া লেখেন,“আইনত এখনও বিবাহিত ও দুই সন্তানের বাবা হওয়া সত্ত্বেও (মিস্টার অরিন্দম চক্রবর্তী) নিজের বাড়িতে রক্ষিতাটাকে এনে কি রাখা যায়? আমাদের ভারতীয় আইন কি বলে?”
এর পাশাপাশি তিনি আরও লেখেন, “বাড়ির লোকেদের পূর্ণ সমর্থন রয়েছে এই লিভ-ইনে। শুধুই কি উচ্চপদস্থ সরকারি অফিসার বলে তার এই বাড়তি ‘সাহস’? সরকারি চাকরি করেও কিভাবে ওয়েব সিরিজ ও ফিল্ম পরিচালনা করছেন, সেটাও প্রশ্ন।”
আরও পড়ুন: স্টার জলসার সিরিয়ালের শুটিং স্টুডিওতে ভয়াবহ অগ্নিকাণ্ড!
সূত্রের দাবি, স্বামী অরিন্দম চক্রবর্তী বর্তমানে মালদায় তাদের পারিবারিক বাড়িতে এক জুনিয়র অভিনেত্রীর সঙ্গে বসবাস করছেন, এমনটাই জানতে পেরেছেন রিয়া। সেই অভিনেত্রী রিয়ার পরিচিত মুখ, যার সঙ্গে তার একসময় সুসম্পর্কও ছিল।
তিনি লেখেন,“আমি এতটা সহ্য করেছি শুধু সন্তানদের মুখের কথা ভেবে। কিন্তু আজ যা জানলাম, তাতে আর চুপ থাকা যায় না।”
গত কয়েক মাস আগে সামাজিক মাধ্যমে রিয়া ঘোষণা করেন যে তার ও অরিন্দম চক্রবর্তীর সম্পর্ক সম্পূর্ণভাবে শেষ। অভিনেত্রী লিখেছিলেন, “আজ থেকে অরিন্দম চক্রবর্তীর সঙ্গে আমার আর কোনও সম্পর্ক নেই। দয়া করে ওর বিষয়ে আমাকে কিছু জিজ্ঞাসা করবেন না।”
আরও পড়ুন: ‘৯ বছরে আমরা একটা কথাও বলিনি’
তবে তখনও আইনত বিবাহবিচ্ছেদের কোনো মামলা হয়নি বলে জানা গিয়েছিল।
বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের সঙ্গে ‘বরবাদ’-এ কাজ করেছেন রিয়া। তাছাড়া সম্প্রতি বলিউডেও কাজ করেছেন অভিনেত্রী।