অনেকে জানতে চান, স্ত্রী তালাকের কথা না জানলে কি তালাক হয় না?
এর উত্তরে ফুকাহায়ে কেরাম বলেন, স্বামী যদি মুখে বলে ‘তুমি তালাক’ অথবা ‘তোমাকে তালাক দিলাম’ তাহলে তালাক হয়ে যায়। তালাক স্ত্রীকে শুনিয়ে দিতে হবে, সাক্ষী রাখতে হবে কিংবা স্ত্রীকে জানাতে হবে তালাক কার্যকর হওয়ার ক্ষেত্রে এ জাতীয় কোনো শর্ত নেই। স্বামী যদি নির্জনে একা বসে তালাক দেয় তাহলেও তালাক কার্যকর হয়ে যায়।
একবার বা দুবার তালাক দেয়ার পর ইদ্দতের মধ্যে স্বামী চাইলে স্ত্রীকে আবার ফিরিয়ে নিতে পারে, কিন্তু তৃতীয় তালাকের পর ফিরিয়ে নেওয়ার আর সুযোগ থাকে না। আল্লাহর কোরআনে বলেছেন, তালাক দুবার; তারপর স্ত্রীকে ভালোভাবে রাখবে অথবা সুন্দরভাবে ছেড়ে দেবে। (সুরা বাকারা: ২২৯)
পরের আয়াতে আল্লাহ বলেছেন, যদি সে তাকে আবার তালাক দেয়, তাহলে সে তার জন্য আর হালাল হবে না যতক্ষণ পর্যন্ত ভিন্ন একজন স্বামী গ্রহণ না করে। তারপর ওই স্বামী যদি তাকে তালাক দেয়, তবে উভয়ের পুনরায় মিলিত হওয়াতে গুনাহ নেই, যদি উভয়ের আস্থা জন্মে যে উভয়ে আল্লাহর আইনসমূহ ঠিক রাখতে পারবে। (সুরা বাকারা: ২৩০)
স্বামী যদি স্ত্রীকে রাগের মাথায় বলে তুমি চলে যাও, বাপের বাড়ি যাও, তুমি আমার উপর হারাম, আজ থেকে আমি তোমার স্বামী নই, তুমি আমার স্ত্রী নও, তোমার নিজের বিষয়গুলো নিজে দেখো। তোমাকে মুক্ত করে দিলাম।
আরও পড়ুন: মসজিদে আকসা ও ডোম অব দ্য রক একই নাকি আলাদা?
তুমি ইদ্দত পালন করো। এজাতীয় যেসব কথায় বিচ্ছিন্নতার প্রতি ইঙ্গিত করে এই শব্দগুলো তালাকের নিয়তে বললে তালাক হয়ে যাবে। আর সরাসরি ‘তালাক’ শব্দ নিয়ত ছাড়াও যদি বলে তালাক হয়ে যায়।
তুমি আজাদ, তুমি মুক্ত, তুমি স্বাধীন ইত্যাদি শব্দ তালাক সংক্রান্ত কিনায়া বা ইঙ্গিতবহ শব্দ। তালাকের নিয়তে বা তালাক সংক্রান্ত আলোচনার সময় বললে এসব শব্দ দ্বারা তালাক পতিত হয়ে যাবে।
তালাকের নিয়ত ছাড়া এমনিতে বললে এর মাধ্যমে কোনো তালাক পতিত হবে না। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিয়ত। তালাকের নিয়ত করলেই এ ইঙ্গিতবহ শব্দগুলোর মাধ্যমে তালাক পতিত হবে।
তবে কোন এলাকায় যদি ‘তালাক’ শব্দের সমার্থক শব্দ হিসেবে ‘তুমি আজাদ, তুমি মুক্ত, তুমি স্বাধীন’ ইত্যাদি শব্দ ব্যবহার হয়ে থাকে। যেমন বাংলাদেশে ‘ডিভোর্স, ছেড়ে দিলাম’ শব্দগুলো তালাকের বিকল্প বা সমার্থক শব্দ হিসেবে ব্যবহার করে থাকে, তাহলে সেটি ‘সরিহ’ তালাক তথা পরিষ্কার তালাক শব্দের অর্থেই ধরা হবে। ছেড়ে দিলাম বললে তালাকই বুঝাবে। তখন উক্ত এলাকায় উপর্যুক্ত শব্দাবলি তথা ‘তুমি আজাদ, তুমি স্বাধীন, তুমি মুক্ত’ ইত্যাদি ব্যবহার করলে তালাক হয়ে যাবে।
]]>