এর আগে বুধবার (১১ ডিসেম্বর) দিবাগত রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিন জনকে আটক করে পুলিশ।
আটকরা হচ্ছেন, আশ্রাফ হোসেন তুষার (২০), মোবারক হোসেন ওয়াসিম (২০) ও ওমর ফারুক রিপাত (২০)। তারা সবাই ফেনী শহরের আতিকুল আলম সড়কের বাসিন্দা।
বৃহস্পতিবার ফেনী পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, ৮ তারিখ বিকেলে ফেনী শহরের আতিকুল আলম সড়কস্থ লাইটিং হাউজিং কোচিং সেন্টারে পড়তে যায় রেডক্রিসেন্ট কর্মকর্তা মাঈন উদ্দিন সোহাগের ছেলে নাশিত। কোচিং শেষে ঘরে না ফেরায় ৯ তারিখে নাশিতের বাবা সোহাগ ফেনী মডেল থানায় নিখোঁজ ডায়েরি করেন। কয়েকদিন ধরে একটি মোবাইল থেকে নাশিতের বাবা সোহাগকে কল করে ১২ লাখ টাকা মুক্তিপণও দাবি করে একটি চক্র।
আরও পড়ুন: কারাগারের সামনে থেকে সাবেক এমপির ছেলে অপহরণ!
পুলিশ সুপার বলেন, বুধবার তুষার নামের এক ব্যক্তির কথাবার্তায় নাশিতের বাবার সন্দেহ হলে তিনি পুলিশকে জানান । পরে পুলিশ তুষারকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে রাত ২ টার দিকে তুষার অপহরণের বিষয়টি স্বীকার করে। তুষারের দেয়া তথ্যমতে ঘটনায় জড়িত আরো দুইজনকে আটক করা হয়।
হাবিবুর রহমান বলেন, অপহরণকারীদের মধ্যে মাস্টার মাইন্ড তুষার ভুক্তভোগীর বড় ভাইয়ের বন্ধু। সন্দেহ এড়াতে নিজের ফেইসবুক থেকে সন্ধান চেয়ে পোস্টও করেছিলেন তিনি।