স্কুলছাত্র হত্যার বিচার দাবিতে গাইবান্ধায় মহাসড়ক অবরোধ

২ দিন আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্কুলছাত্র সাব্বির হোসেনকে অপহরণের পর হত্যার সুষ্ঠু বিচার এবং দোষীদের শাস্তি দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয়রা।

এলাকাবাসী ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা বুধবার (১৬ এপ্রিল) দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জের চারমাথা মোড়ে অবরোধ করে প্রায় ২ ঘণ্টাব্যাপী বিক্ষোভ করে। এ সময় ঢাকা-রংপুর মহাসড়কসহ দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে চালাচলকারী সব যানবাহন আটকা পড়ে।


অবরোধ চলাকালে এলাকাবাসী পক্ষে বক্তব্য রাখেন, বিএনপি নেতা ও দরবস্ত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান দুলুসহ অন্যরা।

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর

পরে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম দোষীদের গ্রেফতার ও শাস্তির আশ্বাস দিলে প্রায় ২ ঘটনা পর বিক্ষোভকারীরা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেয়।


নিহত সাব্বির উপজেলার দরবস্ত ইউনিয়নের রামনাথপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে এবং বিশুবাড়ী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। ৪ দিন নিখোঁজ থাকার পর মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে সাপমারা ইউনিয়নের সাহেবগঞ্জ ইক্ষু খামারের পরিত্যক্ত কূপ থেকে সাব্বিরের মরদেহ উদ্ধার করে পুলিশ।

]]>
সম্পূর্ণ পড়ুন