নিহত আশিক খাঁ মুমুরদিয়া ইউনিয়ন চাতল গ্রামের আরব আলী খাঁর ছেলে। আশিক খাঁ মুমুরদিয়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি মালদ্বীপ থাকতেন। ১৫ দিন আগে দেশে ফিরেছেন।
নিহতের স্বজনরা জানান, কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের চাতল বাগহাটা স্কুল অ্যান্ড কলেজের আহ্বায়ক কমিটির বিষয়ে শনিবার দুপুরে স্কুল প্রাঙ্গণে মিটিং চলছিল। এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নুরুজ্জামান চন্দন ও সহকারী অ্যাটর্নি জেনারেল আশিকুজ্জামান নজরুলের লোকজনের মাঝে কাটাকাটি শুরু হলে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে। এতে ছুরিকাঘাতে গুরুতর আহত হন নুরুজ্জামান চন্দনের পক্ষের আশিক খাঁ। অসংখ্য জনতা অবস্থায় তাকেই প্রতিবাদী উপজেলা স্বাস্থ্য প্রকল্প নেওয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন। হামলায় আরও ৪ জন আহত হন। ঘটনায় জড়িতশতমূলক শাস্তি দাবি করেন নিহতের স্বজনরা।
আরও পড়ুন: পল্লবীতে যুবককে কুপিয়ে হত্যা
এ ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। নিহত আশিকের মরদেহ নিয়ে কটিয়াদীতে মিছিল করে এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ দুজনকে আটক করেছে।
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।