সৌদিতে ৬ ইরানির মৃত্যুদণ্ড কার্যকর, তেহরানের নিন্দা

১ সপ্তাহে আগে
মাদকপাচারের মামলায় দোষী সাব্যস্ত ছয় ইরানির মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। বুধবার (১ জানুয়ারি) সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ‘গোপনে মাদক চোরাচালানের দায়ে সৌদি আরবের দাম্মামে অন্তত ছয় ইরানির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।’

 

তবে ইরানি এসব নাগরিকের মৃত্যুদণ্ড কবে কার্যকর করা হয়েছে, সেই বিষয়ে কোনো তথ্য জানায়নি সৌদির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থাটি।

 

ইরানি মিডিয়ার বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইরানি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরা করায় তেহরানে সৌদি রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে।

 

আরও পড়ুন: চলতি বছর শতাধিক বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি

 

ইরানি গণমাধ্যমের প্রতেবেদন অনুযায়ী, সৌদি রাষ্ট্রদূতকে তলব করে রিয়াদের এই পদক্ষেপের অসঙ্গতি তুলে ধরে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। একইসঙ্গে এই বিষয়ে পর্যাপ্ত ব্যাখ্যা দেয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেয়া হয়েছে।

 

ফরাসি বার্তা সংস্থা এএফপির পরিসংখ্যান অনুযায়ী, মানবপাচারের অভিযোগে ২০২৪ সালে সৌদি আরবে ১১৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

 

]]>
সম্পূর্ণ পড়ুন