সৌদিতে চাঁদ দেখা গেছে, দেশটিতে ঈদ রোববার

৩ সপ্তাহ আগে
সৌদি আরবে ঈদের চাঁদ দেখা গেছে। দেশটিতে রোববার (৩০ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে।

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর বিদায় নিতে যাচ্ছে পবিত্র রমজান। এরপরই চাঁদ দেখা সাপেক্ষে মুসলিম বিশ্ব উদযাপন করবে পবিত্র ঈদুল ফিতর। শনিবার (২৯ মার্চ) পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার প্রস্তুতি নেয় সৌদি আরব। 

 

দুই পবিত্র মসজিদ-ভিত্তিক ওয়েবসাইট ইনসাইড দ্য হারামাইম ফেসবুক পেজে জানিয়েছে, আগামীকাল রোববার (৩০ মার্চ) ঈদুল ফিতর ১৪৪৬/২০২৫ উদযাপিত হবে। দেশটিতে আজ শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে।

 

 

ওয়েবসাইটটিতে বলা হয়েছে, ঈদুল ফিতরের চাঁদ দেখার জন্য সৌদি আরবজুড়ে ১০টি জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণ কেন্দ্রে চাঁদ দেখার ব্যবস্থা করা হয়। সেই সঙ্গে দেশটির সাধারণ মানুষকে ঈদের চাঁদ অনুসন্ধানের আহ্বান জানানো হয়।

 

খালিজ টাইমসের প্রতিবেদন মতে, পর্যবেক্ষকরা শনিবার সন্ধ্যায় সৌদি আরবে ১৪৪৬ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখতে পেয়েছেন। এরপর মক্কা সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৯টা) আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ ঘোষণা করা হয়।

 

আরও পড়ুন: প্রথম দেশ হিসেবে ঈদের তারিখ ঘোষণা অস্ট্রেলিয়ার

 

ঈদের চাঁদ দেখা গেছে সংযুক্ত আরব আমিরাত ও কাতারেও। ফলে সৌদি আরবের পাশাপাশি মধ্যপ্রাচ্যের এই দেশ দুটিতে রোববার ঈদুল ফিতর উদযাপিত হবে। 

 

তবে অস্ট্রেলিয়া, মালয়েশিয়া ও ব্রুনাইয়ের পাশাপাশি ভারত, পাকিস্তান ও ইন্দোনেশিয়ায় শনিবার শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এই দেশগুলোতে রোববার (৩০ মার্চ) খালিচোখে চাঁদ দেখা যাবে। ফলে সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে। একইভাবে ইরান ও ওমান ওইদিন ঈদ উদযাপন করবে বলে জানিয়েছে। 

 

আরও পড়ুন:

চাঁদের অপেক্ষায় বাংলাদেশ

ভারত, পাকিস্তানে ঈদের তারিখ ঘোষণা

ঈদের তিন দিন যেমন থাকবে আবহাওয়া

]]>
সম্পূর্ণ পড়ুন