সৌদি রিয়াল ডাকাতি: ৩ মোটরসাইকেলসহ গ্রেফতার আরও ৬

১ সপ্তাহে আগে
রাজধানীর তেজগাঁও সাতরাস্তা এলাকা থেকে সৌদি রিয়াল ডাকাতির ঘটনায় তিনটি মোটরসাইকেলসহ আরও ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে এই মামলায় এখন পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (৪ জুলাই) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি রিয়াল ডাকাতির ঘটনায় গেল ২৪ ঘণ্টায় ডিবি ও তেজগাঁও শিল্পাঞ্চল থানার যৌথ দল অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেফতার করে। তারা হলেন-  আব্দুল্লাহ আল-মামুন, আরিয়ান, সাব্বির হোসেন, জাহিদুল ইসলাম সোহাগ, জয় ও বিজয়।

 

এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়। তাদের থেকে উদ্ধার করা হয় ১ লাখ ৩০ হাজার ৫০০ সৌদি রিয়াল। এ ঘটনায় লুণ্ঠিত প্রায় চার লক্ষাধিক সৌদি রিয়ালের সবাইটাই উদ্ধার করা হয়েছে।

 

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় একটি প্রাইভেটকারের গতিরোধ করে ‘অস্ত্রের মুখে’ এম এম আয়াত ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের নগদ ৪ লাখ ৯১ হাজার ৫০০ সৌদি রিয়াল, ৪০০ ওমানি রিয়াল, ৩০ কুয়েতি দিনার এবং ১২ হাজার ৩৫০ সংযুক্ত আরব আমিরাত দিরহাম ডাকাতির ঘটনা ঘটে। প্রায় এক কোটি ৬৪ লাখ টাকার বিদেশি মুদ্রা ডাকাতির চার দিনের মধ্যে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) তিনটি মোটরসাইকেলসহ ১৩ জনকে গ্রেফতারের তথ্য দিলো।

 

আরও পড়ুন: শাহজালালে ১ লাখ ৩৩ হাজার সৌদি রিয়াল জব্দ

 

ঢাকা তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম ইসলাম জানান, ভুক্তভোগী ব্যবসায়ী ডাকাতির ঘটনায় থানায় মামলা করেন। মামলায় আগে গ্রেফতার সাতজন পুলিশি রিমান্ডে রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের পর আরও ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার তাদের আদালতে তুলে রিমান্ড আবেদন করা হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন