সোহানের লড়াকু সেঞ্চুরির পরও হতাশার হার ধানমণ্ডির

৪ সপ্তাহ আগে
মোহামেডানের বিপক্ষে রান তাড়ায় নেমে বাকিদের ব্যর্থতায় একাই হাল ধরেছিলেন নুরুল হাসান সোহান। তার ব্যাটে আশাও দেখছিল ধানমণ্ডি স্পোর্টস ক্লাব। কিন্তু যোগ্য সঙ্গীর অভাবে শেষদিকে একাই ম্যাচ জেতানোর চাপে পড়ে তিনি। আর তাতে ছক্কা হাঁকাতে গিয়ে উইকেট বিলিয়ে দিয়ে ডোবেন হতাশার সাগরে।

দল হারলেও ৯৩ বলে ১০ চার ও ৪ ছক্কায় ১০০ রানের লড়াকু ইনিংসে ম্যাচসেরা হয়েছেন সোহান।

 

মিরপুরে শুক্রবার (২১ মার্চ) ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ম্যাচে মোহামেডানের বিপক্ষে ২৩ রানের ব্যবধানে হেরেছে ধানমণ্ডি। ২১৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪৩.৩ ওভারে সব কটি উইকেট হারিয়ে ১৯৩ রানে থামে সোহানের দল। মোহামেডানের পক্ষে ৩৪ রান খরচায় সর্বোচ্চ ৩ উইকেট নেন সাইফ উদ্দিন। এছাড়া তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম ২টি করে উইকেট তুলে নেন।

 

আরও পড়ুন: বিসিবি চাইলে লিটন টি-টোয়েন্টিতে টাইগারদের নেতৃত্ব দিতে প্রস্তুত

 

এদিন রান তাড়ায় নেমে মাত্র ৭৯ রানের মাঝেই ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে প্রায় ছিটকে গিয়েছিল ধানমণ্ডি। সেখানে ক্রিজে একাই দাঁড়িয়ে ধানমণ্ডিকে আশা দেখান সোহান। তবে সপ্তম উইকেটে মাসুম খান টুটুল তাকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি। ১১৭ রানে ব্যক্তিগত ১৮ রানের ইনিংসে বিদায় নেন তিনি। এরপর এনামুল হক এনামের সঙ্গ নিয়ে অষ্টম উইকেটে দলকে ১৫৪ রানে নিয়ে যান সোহান। তার বিদায়ের পর জুটি গড়েন হাসান মুরাদের সঙ্গে। কিন্তু দলীয় ১৭৫ রানে তিনিও বিদায় নিলে চাপে পড়ে যান সোহান। সে চাপের মাঝেই সেঞ্চুরি তুলে নেন তিনি। তবে দলকে এনে দিতে পারেননি জয়। সাইফউদ্দিনকে টানা তৃতীয় ছক্কা হাঁকাতে গিয়ে ধরা পড়েন বাউন্ডারির কাছে।

 

এর আগে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২১৬ রান সংগ্রহ করেছিল মোহামেডান। দলের হয়ে সর্বোচ্চ ৫৩ রানের ইনিংস খেলেন তাওহীদ হৃদয়। ৪৭ বলে ৫ চারের মারে সাজানো ছিল তার অপরাজিত ইনিংসটি। এছাড়া ৭৭ বলে মাহিদুল ইসলাম অঙ্কন ৪৪ আর ৬৪ বলে রনি তালুকদার ৩৯ রান করেন। অধিনায়ক তামিম ইকবাল ৫৩ বলে করেন ২৬ রান। ধানমণ্ডির পক্ষে ৫৪ রান খরচায় সর্বোচ্চ ৩ উইকেট নেন কামরুল ইসলাম রাব্বি।

 

আরও পড়ুন: ৪১১ রানের টি-টোয়েন্টি ম্যাচ জিতে সিরিজ বাঁচালো পাকিস্তান

 

সংক্ষিপ্ত স্কোর-

মোহামেডান স্পোর্টিং ক্লাব-  ২১৬/৬ (৫০ ওভার) (রনি ৩৯, তামি ২৬, অঙ্কন ৪৪, হৃদয় ৫৩; রাব্বি ৩/৫৪, মুরাদ ২/৩১)

ধানমন্ডি স্পোর্টস ক্লাব- ১৯৩/১০ (৪৩.৩ ওভার) (সোহান ১০০, হাবিবুর ৩১, টুটুল ১৮; সাইফউদ্দিন ৩/৩৪, তাইজুল ২/৪০, তাসকিন ২/৫০) 

]]>
সম্পূর্ণ পড়ুন