২০২০ সালে ইরাকে এক ড্রোন হামলায় নিহত হন ইরানের কুদস ফোর্সের প্রধান কাশেম সোলেইমানি। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। ট্রাম্পের এ সিদ্ধান্তই সিরিয়ায় বাশার আল-আসাদের পতনের পথ করে দেয় বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের সাবেক প্রতিরক্ষামন্ত্রী টম টুগেনহ্যাট।
সোলেইমানির মৃত্যুর পর সিরিয়া ও ইরাকের ওপর ইরানের প্রভাব কমে গেছে বলেও জানান তিনি। এমনকি কাশেম সোলেইমানির মতো এমন প্রভাবশালী ব্যক্তিত্বের কেউ এখনো ইরানের রাজনীতিতে আসেননি বলেও মনে করেন টুগেনহ্যাট।
আরও পড়ুন: এবার ট্রাম্পের হোটেলের সামনে সাইবারট্রাকে বিস্ফোরণ, নিহত ১
ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেয়া সাক্ষাৎকারে তিনি আরও জানান, আগামী কয়েক বছরের মধ্যেই ইরান সাম্রাজ্যের পতন ঘটতে পারে। এর অন্যতম কারণ হিসেবে সাবেক ইরানি রেভ্যুলেশনারি কর্মকর্তাদের দুর্নীতি ও অক্ষমতাকে দায়ী করেন যুক্তরাজ্যের সাবেক প্রতিরক্ষামন্ত্রী।
এছাড়া আগামী ১০ বছর যদি সিরিয়াকে সঠিকভাবে পরিচালনা করা যায়, তবে দেশটি মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক কেন্দ্রে পরিণত হবে বলেও দাবি করেন তিনি। পশ্চিমা বিশ্বের সিদ্ধান্তহীনতাকে দায়ী করেন মধ্যপ্রাচ্যের দীর্ঘমেয়াদি অস্থিরতার জন্য।
আর এ সুযোগেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজেকে শক্তিশালী নেতা হিসেবে তৈরি করে নিয়েছে বলে মনে করেন টুগেনহ্যাট।
]]>