সোমবার রাত ৯টা ১০ মিনিটে লন্ডন থেকে রওনা হবেন খালেদা জিয়া

২ সপ্তাহ আগে
জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারস বেগম খালেদা জিয়া সোমবার (৫ মে) রাতে যুক্তরাজ্য থেকে দেশের পথে রওনা হবেন।

রোববার (৪ মে) বিএনপি চেয়ারপারসনের মিডিয়া সেল থেকে জানানো হয় যুক্তরাজ্য সময় বিকেল ৪টা ১০ মিনিটে ও বাংলাদেশ সময় রাত ৯টা ১০ মিনিটে লন্ডন ছাড়বেন খালেদা জিয়া।  

 

এরআগে, মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে জানিয়েছিলেন ৬ মে সকাল ১০টার দিকে খালেদা জিয়াকে বহনকারী বিমান ঢাকায় অবতরণ করতে পারে। লন্ডন থেকে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে তার দুই পুত্রবধূ জোবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমানও আসবেন।

 

জানা গেছে, কাতারের এয়ার অ্যাম্বুলেন্স পাওয়ার উপর নির্ভর করছিল সব কিছু। এ কারণে একদিন পিছিয়ে মঙ্গলবার আসছেন বেগম খালেদা জিয়া।

 

আরও পড়ুন: বিএনপি চেয়ারপারসনকে স্বাগত জানাতে নেতাকর্মীদের যে সব নির্দেশনা দিলেন রিজভী

 

এদিকে তার আগমন উপলক্ষে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি। দলীয় নেতাকর্মীদের সুশৃঙ্খলভাবে বিএনপি নেত্রীকে অভ্যর্থনা জানাতে নির্দেশ দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

]]>
সম্পূর্ণ পড়ুন