ভিডিওতে দেখা যায়, চীনের এক নারী পর্যটক ট্রেনের হাতল ধরে বাইরে ঝুলে ঝুলে যাচ্ছেন। এই দৃশ্যের সেলফি নেয়ার সময় বাতাসে নিজেকে মেলে ধরার পোজ দেন পর্যটক। এ সময় তার চুল উড়ছিল, চোখ বন্ধ ছিল। হঠাৎ গাছের ডালের সঙ্গে মাথায় ধাক্কা খেয়ে ভারসাম্য হারিয়ে ফেলেন। এরপর নিচে পড়ে যান ওই পর্যটক।
একজন এক্স ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে লিখেছেন, ‘একজন চীনা পর্যটক শ্রীলঙ্কার উপকূলীয় রেললাইনে ভ্রমণ করার সময় একটি হৃদয়বিদারক ঘটনা ঘটে। ভিডিও রেকর্ড করার চেষ্টা করার সময় একটি গাছের ডালে ধাক্কা খেয়ে ট্রেন থেকে পড়ে যান।’
আরও পড়ুন:আত্মহত্যার আগে ইলন মাস্ক ও ট্রাম্পকে ট্যাগ করে পোস্ট, কী লিখে গেছেন সুভাষ?
সংবাদমাধ্যম দ্য সান জানিয়েছে, ট্রেনটি পরের স্টেশনে থামলে কয়েকজন সহযাত্রী ওই নারী পর্যটককে সাহায্য করতে দুর্ঘটনাস্থলে ফিরে আসেন। ট্রেন থেকে পড়ে গিয়ে তিনি ঝোপঝাড়ের উপর পড়ে সৌভাগ্যবশত বেঁচে যান।
পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, ‘সৌভাগ্যবশত তিনি একটি ঝোপের উপর পড়েছেন এবং অলৌকিকভাবে বেঁচে গেছেন। পুলিশ নিশ্চিত করেছে যে তার তেমন কোন ক্ষতি হয়নি।’
এ ঘটনার পর স্থানীয় পুলিশ ট্রেনের যাত্রীদের আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে এবং চারপাশের অবস্থা সম্পর্কে লক্ষ রাখার আহ্বান জানিয়েছে।
এদিকে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর অনেক ব্যবহারকারী শুধুমাত্র একটি রিলের জন্য নিজেকে এভাবে বিপদে ফেলায় ওই নারী পর্যটকের সমালোচনা করেছেন।
আরও পড়ুন:ভারতে ভেঙে ফেলা হলো ১৮৫ বছরের পুরানো মসজিদের একাংশ
সূত্র: এনডিটিভি
ভিডিও দেখুন:
]]>