সেলফি তোলার সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গেলেন পর্যটক (ভিডিও)

৪ সপ্তাহ আগে
আজকাল সেলফি তোলা, রিল তৈরি করা এবং ভ্লগ বানিয়ে সামাজিকমাধ্যমে পোস্ট করা সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ভাইরাল হওয়ার জন্য অনেক সময় মানুষ ঝুঁকিপূর্ণ অনেক কিছু করছেন, তাতে কখনও কখনও জীবনও বিপদের মুখে পড়ছে। এই মুহূর্তে সামাজিক মাধ্যমে তেমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে সেলফি তুলতে গিয়ে ট্রেনের বাইরে পোজ দেয়ার সময় একজন পর্যটকের পড়ে যাওয়ার ভয়ংকর মুহূর্তটি ধারণ করে দেখানো হয়েছে।

ভিডিওতে দেখা যায়, চীনের এক নারী পর্যটক ট্রেনের হাতল ধরে বাইরে ঝুলে ঝুলে যাচ্ছেন। এই দৃশ্যের সেলফি নেয়ার সময় বাতাসে নিজেকে মেলে ধরার পোজ দেন পর্যটক। এ সময় তার চুল উড়ছিল, চোখ বন্ধ ছিল। হঠাৎ গাছের ডালের সঙ্গে মাথায় ধাক্কা খেয়ে ভারসাম্য হারিয়ে ফেলেন। এরপর নিচে পড়ে যান ওই পর্যটক।

  
একজন এক্স ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে লিখেছেন, ‘একজন চীনা পর্যটক শ্রীলঙ্কার উপকূলীয় রেললাইনে ভ্রমণ করার সময় একটি হৃদয়বিদারক ঘটনা ঘটে। ভিডিও রেকর্ড করার চেষ্টা করার সময় একটি গাছের ডালে ধাক্কা খেয়ে ট্রেন থেকে পড়ে যান।’

 

আরও পড়ুন:আত্মহত্যার আগে ইলন মাস্ক ও ট্রাম্পকে ট্যাগ করে পোস্ট, কী লিখে গেছেন সুভাষ?


সংবাদমাধ্যম দ্য সান জানিয়েছে, ট্রেনটি পরের স্টেশনে থামলে কয়েকজন সহযাত্রী ওই নারী পর্যটককে সাহায্য করতে দুর্ঘটনাস্থলে ফিরে আসেন। ট্রেন থেকে পড়ে গিয়ে তিনি ঝোপঝাড়ের উপর পড়ে সৌভাগ্যবশত বেঁচে যান।


পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, ‘সৌভাগ্যবশত তিনি একটি ঝোপের উপর পড়েছেন এবং অলৌকিকভাবে বেঁচে গেছেন। পুলিশ নিশ্চিত করেছে যে তার তেমন কোন ক্ষতি হয়নি।’

 

এ ঘটনার পর স্থানীয় পুলিশ ট্রেনের যাত্রীদের আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে এবং চারপাশের অবস্থা সম্পর্কে লক্ষ রাখার আহ্বান জানিয়েছে। 


এদিকে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর অনেক ব্যবহারকারী শুধুমাত্র একটি রিলের জন্য নিজেকে এভাবে বিপদে ফেলায় ওই নারী পর্যটকের সমালোচনা করেছেন। 

 

আরও পড়ুন:ভারতে ভেঙে ফেলা হলো ১৮৫ বছরের পুরানো মসজিদের একাংশ

 

সূত্র: এনডিটিভি

 

ভিডিও দেখুন:

 

A Chinese tourist had a heart-stopping moment while traveling on Sri Lanka's coastal railway line. She fell from the train after being struck by a tree branch while trying to record a video.

Fortunately, she landed on a bush, which broke her fall and miraculously left her… pic.twitter.com/GmKnViyC0U

— Daily Sherlock 🇬🇭 🇺🇸 (@dailysherlock0) December 12, 2024
]]>
সম্পূর্ণ পড়ুন