সেমিফাইনালে কে কার প্রতিপক্ষ

১ সপ্তাহে আগে
কোয়ার্টার ফাইনালের বাধা উতরাতে হবে, উয়েফা নেশন্স লিগে গতরাতে এই মিশন নিয়ে ৮টি দল মাঠে নেমেছিল। পাশ মার্ক যারা পেয়েছে, তাদের মধ্যে নিশ্চিতভাবেই কাজটি সবচেয়ে কঠিন ছিল ফ্রান্সের জন্য, এরপর ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল।

ফ্রান্সের জন্য কাজটি কঠিন হবে না কেন! ক্রোয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ শেষে ২-০ গোলে পিছিয়ে ছিল কিলিয়ান এমবাপ্পে বাহিনী। সেখান থেকে সেমির টিকিট কাটতে রূপকথাই লিখতে হতো, মাইকেল ওলিস ও উসমান দেম্বেলের গোলে সেটাই করেছে দিদিয়ের দেশমের শিষ্যরা।


প্রথমার্ধে গোল না পেলেও দ্বিতীয়ার্ধে ২ গোল দিয়ে দুই লেগ মিলিয়ে সমতায় চলে আসে ফ্রান্স। মূল ম্যাচ শেষে এরপর আরও ৩০ মিনিট, সেখানে অবশ্য গোল নেই। যে কারণে ফল নির্ধারিত হয় টাইব্রেকারে। টাইব্রেকারে ৫-৪ গোলে জয় পায় ফ্রান্স, দুদলের মধ্যেই একমাত্র গোলটি মিস করেছেন জোসিপ স্ট্যানিসিচ।


আরও পড়ুন: এমবাপ্পে ভবিষ্যতে বেশ কয়েকটি ব্যালন ডি'অর জিতবেন: মদ্রিচ


রূপকথা লিখে কোয়ার্টার বৈতরণী পার হওয়া ফ্রান্স সেমিফাইনালে মুখোমুখি হবে স্পেনের, ম্যাচটি ৫ জুন। স্পেন কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে নেদারল্যান্ডসের সঙ্গে ২-২ গোলে ড্র করার পর গতরাতের স্কোরলাইনও এক। টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জিতেছে তারা।


পর্তুগালের জন্যও সেমিফাইনালে উঠা কঠিন পরীক্ষা ছিল। ডেনমার্কের সঙ্গে প্রথম লেগ শেষে ১-০ গোলে পিছিয়ে ছিল তারা। আর গতরাতে ডেনিশদের জালে তারা দিল ৫ গোল, দুটি হজমও করেছে। ৫-৩ গোলে সেমিফাইনালে উঠেছে রোনালদোর দল, যেখানে তাদের প্রতিপক্ষ জার্মানি। ম্যাচটি ৪ জুন।

]]>
সম্পূর্ণ পড়ুন