শুক্রবার (১০ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে আশুলিয়ার ভাদাইল গ্রামে রহমত উল্লাহর বাড়িতে এই ঘটনা ঘটে।
প্রতিবেশী ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৩টার দিকে সোপটিক ট্যাংক পরিষ্কার করতে গেলে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে শ্রমিক কলোনির তিনটি কক্ষের চালাসহ উড়ে যায় মালামাল। এতে কলোনির কেয়ারটেকার গোলাম রাব্বানী দেয়ালে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় আহত হন রহমতের স্ত্রী সোনিয়া বেগম (৪১), তার মেয়ে রিয়া মনি (৯) ও ছেলে রাহাতসহ (৭) পাঁচজন। আহতদের উদ্ধার করে এনাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: মুন্সীগঞ্জে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাঙ্কে নেমে ৩ শ্রমিকের মৃত্যু
প্রতিবেশী ফারুক হোসেন ও শামীম হোসেন জানান, এই বাড়িটি গত ২০ বছর আগে নির্মাণ করা হয়। সেইসঙ্গে বাড়িটির নিচে গভীর সেপটিক ট্যাংক নির্মাণ করেন বাড়ির মালিক রহমত উল্লাহ। তবে সেপটিক ট্যাংকে বায়ু নির্গমনের ব্যবস্থাপনা না থাকায় ভয়াবহ এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ ব্যাপারে ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী জানান, দীর্ঘদিন ধরে সেপটিক ট্যাংকে বায়ু নির্গমনের কোনো ব্যবস্থা না থাকায় জমে থাকা মিথেন গ্যাসে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানান আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।