তিনি বলেন, এখন পর্যন্ত মানুষের ভরসা সেনাবাহিনী। সেনাবাহিনীকে নিয়ে সমালোচনা করা মোটেও কাম্য নয়। দেশ একটা ভয়াবহ পস্থিতির মধ্যে যাচ্ছে। বিভিন্নভাবে পুলিশ ব্যবহার হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার (২২ মার্চ) সন্ধ্যায় রংপুর নগরীর একটি কমিউনিটি সেন্টারে জাতীয় পার্টি, রংপুর মহানগর, জেলা ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল শেষে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।
জাপা চেয়ারম্যান জি এম কাদের বলেন, ‘জাতীয় পার্টিকে মাইনেস করে নির্বাচন করার প্রস্তুতি চলছে। নেতাকর্মীকে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি।’
আরও পড়ুন: আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে নই, বললেন জিএম কাদের
এসময় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ও রংপুর মহানগরের সাধারণ সম্পাদক এস এম ইয়াসীরসহ রংপুর মহানগর, জেলা ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, ‘রংপুরে জাপার ইফতার মাহফিল প্রমাণ করে রংপুর জাতীয় পার্টির ঘাঁটি। জাপাকে অন্যায়ভাবে চ্যালেঞ্জ করলে হয় তারা থাকবে, না হয় বাংলাদেশেরের মাটিতে আমরা থাকব।
আরও পড়ুন: দেশ ও মানুষের মঙ্গলে খালেদা জিয়ার সুস্থতা জরুরি: জিএম কাদের
এসময় জাতীয় পার্টির রংপুর মহানগর, জেলা ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
]]>