বৃহস্পতিবার (২৭ মার্চ) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বরিশাল উত্তর জেলা বিএনপি ও বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবদের চিঠির মাধ্যমে বিষয়টি অবহিত করা হয়েছে।
পদ স্থগিত হওয়া নেতারা হলেন, বরিশালের হিজলা থানা বিএনপি নেতা নূর হোসেন সুজন, মো. ইমরান খন্দকার, হিজলা থানা বিএনপির সদস্য সচিব
অ্যাডভোকেট দেওয়ান মো. মনির হোসেন।
আরও পড়ুন: শতকরা ৯০ ভাগ মানুষ বিএনপিকে ভোট দিবে: হারুন
বরিশাল মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রাঢ়ী, বরিশাল জেলার এয়ারপোর্ট থানার যুবদল নেতা রুবেল, বরিশাল মহানগর বিএনপির কর্মী বেলায়েত
বরিশাল মহানগর বিএনপির ৩০ নম্বর ওয়ার্ডের নেতা মো. জাহিদ, বরিশাল মহানগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ফরিদা বেগম।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, দলীয় শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল থাকতেই অভিযুক্তদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
আরও পড়ুন: আমাদের কার্যকলাপে জিয়াউর রহমানের সততাকে মুছে দিচ্ছি: বিএনপি নেতা
এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত চলছে বলে জানিয়েছে বরিশাল জেলা পুলিশ। তারা বলছে, অভিযুক্তদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
]]>