সেনা কল্যাণ ভবনে আগুন, সিকিউরিটি গার্ড আহত

৪ সপ্তাহ আগে
রাজধানীর মতিঝিলের সেনা কল্যাণ ভবনে বাংলাদেশ ব্যাংকের কার্যালয়ে আগুনের ঘটনা ঘটেছে। এতে সেই ফ্লোরের একজন সিকিউরিটি গার্ড আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দিবাগত রাত সাড়ে দশটার দিকে ভবনটির ২১ তলায় আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের সিদ্দিক বাজার স্টেশনের ৫টি ইউনিট  এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। উঁচু ফ্লোরে হওয়ায় ক্রেনের মাধ্যমেও আগুন নির্বাপণে কাজ করে ফায়ার সার্ভিস।


এদিকে, আগুনের ধোঁয়ায় আটকা পড়ে একজন সিকিউরিটি গার্ড আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তার নাম জানা যায়নি।


আরও পড়ুন: মতিঝিলে সেনা কল্যাণ ভবনের আগুন নিয়ন্ত্রণে


ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান জানান, প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের ধারণা বৈদ্যুতিক ত্রুটির কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। বাংলাদেশ ব্যাংকের করপোরেট অফিসে লাগা এই আগুনে কারণ উদঘাটনে তদন্ত কমিটি গঠন করা হবে।


ঘটনাস্থলে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদেরও উপস্থিত হতে দেখা যায়।

]]>
সম্পূর্ণ পড়ুন