সেতু থেকেও দুর্ভোগে ১০ গ্রামের মানুষ

৩ সপ্তাহ আগে
সংযোগ সড়কের অভাবে দুর্ভোগ পোহাচ্ছেন ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের ১০ গ্রামের মানুষ। ১৬ বছর ধরে যাতায়াতে ভোগান্তি নিরসনে নেয়া হয়নি কোনো উদ্যোগ।

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের মকরম খালের দুপাশের ভল্লবপুর, কাশিপুর, রাংশিনপুর, বাকপাড়াসহ আরও কয়েকটি গ্রামকে সংযোগ করেছে একটি মাত্র সেতু।

 

মানুষের যাতায়াতে কষ্ট লাঘবে ২০০৯ সালে খালের উপর ১৮ লাখ টাকা ব্যয়ে ১৮ ফুট সেতুটি নির্মাণ করা হয়। কিন্তু নির্মাণের পর থেকে কখনও এই সেতুর সুফল ভোগ করতে পারছেন না গ্রামবাসী।

 

আরও পড়ুন: একটি সেতুর অভাবে দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

 

এলাকাবাসীর অভিযোগ, সেতু নির্মাণ হলেও দুপাশে নেই কোনো সংযোগ সড়ক। গ্রামবাসী মিলে সেতুতে উঠতে বাঁশের পাটাতন দিলেও মাঝে মধ্যেই ভেঙ্গে পড়ে। অযত্ন-অবহেলায় এরই মধ্যে ভেঙ্গে গেছে সেতুর রেলিংসহ বিভিন্ন অংশ। ফলে দুর্ভোগের শেষ নেই স্থানীয়দের। সংযোগ সড়কসহ নতুন সেতু নির্মাণের দাবি তাদের।

 

তবে সময় সংবাদের মাধ্যমে বিষয়টি জানতে পেরে ঈদের পর ব্যবস্থা নেয়ার আশ্বাস কর্তৃপক্ষের। ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত শারমিন বলেন, সংশ্লিষ্ট দফতরে নিয়মিত তদারকিসহ গুরুত্বের ভিত্তিতে অগ্রাধিকার তালিকা করে মেরামতের জন্য বলা হয়েছে। কাজ চলমান আছে। ভালো ফলাফল দেখতে পাবো।  

 

আরও পড়ুন: মহাসড়কের ফুটপাত দখল করে ব্যবসা, ঘটছে দুর্ঘটনা

 

সেতুটি দিয়ে কৃষি নির্ভর অন্তত ১০ গ্রামের কয়েক হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করে।

]]>
সম্পূর্ণ পড়ুন