সেকেন্ডহ্যান্ড পণ্যের দিকে ঝুঁকছেন মার্কিনিরা!

৩ সপ্তাহ আগে
ট্রাম্পের চড়া শুল্কনীতির নেতিবাচক প্রভাব পড়েছে মার্কিন নাগরিকদের জীবনযাত্রায়। নামিদামি ব্র্যান্ড রেখে তারা ঝুঁকছেন সেকেন্ডহ্যান্ড পণ্যের দোকানগুলোতে। ব্যবসায়ীদের ধারণা, আগামী দিনগুলোতে পোশাকের দাম আরও বাড়বে। এতে এগিয়ে যাবে সেকেন্ডহ্যান্ড পোশাক শিল্প; আর পিছিয়ে পড়বে ব্র্যান্ড।

ট্রাম্পের শুল্কনীতির প্রভাবে টালমাটাল বিশ্ব বাণিজ্য। ভুগছেন খোদ মার্কিন নাগরিকরাও। বাড়তি শুল্কারোপে দেশটির বাজারে বেড়ে যাচ্ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। যা দিন দিন মার্কিনদের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। তাই বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের পোশাক বাদ দিয়ে তারা ঝুঁকছেন সেকেন্ডহ্যান্ড পোশাকের দিকে।

 

মার্কিন এক নারী জানান, জিনিসপত্রের দাম আগের চেয়ে অনেক বেশি; যেমন- কাপড়, ডায়াপার, খাবার, সবকিছুর দামই বেশি। তাই সাশ্রয় করতে, আমি সেকেন্ডহ্যান্ড জিনিস বেছে নিচ্ছি।

 

আরও পড়ুন: ডিম কিনতে কেন মেক্সিকো ছুটছেন মার্কিনিরা!

 

দেশটির ব্যবসায়ীরা বলছেন, বাড়তি শুল্কের চাপে নিত্যপণ্যসহ বিভিন্ন পণ্যের দাম বেড়ে যাওয়ায় ব্র্যান্ড শিল্প মন্দার দিকে যাচ্ছে। দাম তুলনামূলক কম হওয়ায় সাধারণ মানুষও ছুটছেন সহনীয় দামের পণ্যের দোকানগুলোয়। তাই সেকেন্ডহ্যান্ড পোশাক খাতে অগ্রগতির সম্ভাবনা দেখা দিচ্ছে।

 

মার্কিন প্রতিষ্ঠান আর্কাইভের সিইও এবং সহ-প্রতিষ্ঠাতা এমিলি গিটিন্স বলেন, দাম বাড়লে বিভিন্ন ব্র্যান্ডের পণ্য সাধারণ মানুষের নাগালের বাইলে চলে যাবে। এমন পরিস্থিতি চলতে থাকলে, এসব নামিদামি ব্র্যান্ডের ব্যবসা বাজার প্রতিযোগিতায় পিছিয়ে যাবে। বিপরীতে এগিয়ে যাবে সেকেন্ডহ্যান্ড পোশাক খাত।

 

তিনি আরও বলেন, বেশিরভাগ পণ্যের সঙ্গে যুক্ত শুল্ক এই সমস্ত ব্র্যান্ডের খরচ বাড়িয়ে দেবে এবং আগামী সপ্তাহগুলোতে দাম উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পাবে।

 

উল্লেখ্য, গত ২ এপ্রিল বিভিন্ন দেশের পণ্যে পাল্টা শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন। পরে তা ৯০ দিনের জন্য স্থগিত করা হয়।
 

]]>
সম্পূর্ণ পড়ুন