সূচকের পতনে আধা ঘণ্টায় ঢাকার পুঁজিবাজারে লেনদেন ৪৪ কোটি

১ সপ্তাহে আগে
সূচকের পতনের মধ্য দিয়ে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন চলছে। আর লেনদেনের প্রথম আধা ঘণ্টায় ডিএসইতে লেনদেন ছাড়িয়েছে ৪৪ কোটি টাকা।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) চলতি সপ্তাহের চতুর্থ ও শেষ কার্যদিবসে লেনদেনের প্রথম আধা ঘণ্টায় (সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত) দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ৩ পয়েন্ট কমেছে। তবে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে বেড়েছে ৪৪ পয়েন্ট।

 

ঢাকা স্টক এক্সচেঞ্জ

 

ডিএসইর তথ্য মতে, বৃহস্পতিবার লেনদেনের প্রথম আধা ঘণ্টায় প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩ দশমিক ৯৪ পয়েন্ট ও ডিএসইএস সূচক ২ দশমিক ০৯ পয়েন্ট কমে যথাক্রমে অবস্থান করছে ৫ হাজার ২১৪ দশমিক ২১ পয়েন্টে ও ১ হাজার ১৬২ দশমিক ৯৮ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ১ দশমিক ৮৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৪০ দশমিক ১০ পয়েন্টে।

 

আরও পড়ুন: বেক্সিমকোর ৩ কোম্পানিতে স্বতন্ত্র পরিচালক নিয়োগ

 

এ সময় ডিএসইতে ২৯৮টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১০১টির কোম্পানির শেয়ারের, কমেছে ১০৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৯৪টি।

 

এছাড়া ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪৪ কোটি ৯০ লাখ টাকার শেয়ার।

 

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ

 

অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে প্রধান সূচক সিএএসপিআই ৪৪ দশমিক ১৪ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ২৭ দশমিক ৩৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৪ হাজার ৫৫৬ দশমিক ১৯ পয়েন্টে ও ৮ হাজার ৮৬৫ দশমিক ৯৭ পয়েন্টে।

 

আরও পড়ুন: বিডি ফাইন্যান্সের শেয়ারে কারসাজি: ৭০ কোটি টাকা জরিমানা

 

এছাড়া সিএসই-৫০ সূচক ৫ দশমিক ১৯ পয়েন্ট ও সিএসই-৩০ সূচক ৬৫ দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ১২১ দশমিক ৫২ পয়েন্টে ও ১২ হাজার ৮৭ দশমিক ৫৬ পয়েন্টে। আর সিএসআই সূচক বেড়েছে শূন্য দশমিক ০৫ পয়েন্ট। সূচক অবস্থান করছে ৯৩৩ দশমিক ০৭ পয়েন্টে।
 

এ সময় লেনদেন হয়েছে ৪৮ লাখ ৯৬ হাজার টাকার।

 

লেনদেন হওয়া ২৫ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪টি কোম্পানি শেয়ারের, কমেছে ৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪টির।

]]>
সম্পূর্ণ পড়ুন