রোববার (২৯ ডিসেম্বর) চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের প্রথম আধা ঘণ্টায় (সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত) দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ২৭ পয়েন্ট বেড়েছে। তবে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে কমেছে ১০৪ পয়েন্ট।
ঢাকা স্টক এক্সচেঞ্জ
ডিএসইর তথ্য মতে, রোববার লেনদেনের প্রথম আধা ঘণ্টায় প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২৭ দশমিক ৪৯ পয়েন্ট ও ডিএসইএস সূচক ৫ দশমিক ০৫ পয়েন্ট বেড়ে যথাক্রমে অবস্থান করছে ৫ হাজার ২১১ দশমিক ৯৪ পয়েন্টে ও ১ হাজার ১৭১ দশমিক ৬৯ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ১১ দশমিক ২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৩৮ দশমিক ৫৬ পয়েন্টে।
আরও পড়ুন: ব্যাংকখাত ঘুরে দাঁড়ালেও হতাশ করেছে ফার্মা ও কেমিকেল
এ সময় ডিএসইতে ৩১৫টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২১৭টির কোম্পানির শেয়ারের, কমেছে ৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টি।
এছাড়া ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৫০ কোটি ৭ লাখ টাকার শেয়ার।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ
অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে প্রধান সূচক সিএএসপিআই ১০৪ দশমিক ৯৯ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ৬৮ দশমিক ৬৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৪ হাজার ৩৩০ দশমিক ৪৫ পয়েন্টে ও ৮ হাজার ৭২৫ দশমিক ২৯ পয়েন্টে।
আরও পড়ুন: সূচকের টানা পতনে বেহাল ঢাকার পুঁজিবাজার
আর সিএসই-৫০ সূচক ১৩ দশমিক ৭৭ পয়েন্ট ও সিএসই-৩০ সূচক ২৭৩ দশমিক ৮১ পয়েন্ট কমে যথাক্রমে অবস্থান করছে ১ হাজার ৯৩ দশমিক ১৩ পয়েন্টে ও ১১ হাজার ৫৯৫ দশমিক ৪০ পয়েন্টে। তবে সিএসআই সূচক বেড়েছে শূন্য দশমিক ৮০ পয়েন্ট। সূচক অবস্থান করছে ৯২৯ দশমিক ৮৩ পয়েন্টে।
এ সময় লেনদেন হয়েছে ৬৪ লাখ ১১ হাজার টাকার।
লেনদেন হওয়া ২৬ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৯টি কোম্পানি শেয়ারের, কমেছে ৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১টির।
]]>