সুসংবাদ ও দুঃসংবাদ শুনলে যে দোয়া পড়বেন

২ সপ্তাহ আগে
দোয়া ইবাদতের মূল। মানবজীবনে এটি এক অনন্য আশ্রয়স্থল, যার মাধ্যমে বান্দা তার প্রভুর কাছে চাহিদা পেশ করে। কোরআন ও হাদিসের বিভিন্ন দোয়ায় আমরা দেখি—বান্দা শুধু জাগতিক কল্যাণ নয়, বরং আত্মিক উৎকর্ষ, সম্মান, প্রাধান্য এবং আল্লাহর সন্তুষ্টিও কামনা করে।

জীবন চলার পথে সুসংবাদ ও দুঃসংবাদ উভয়টিই আসে। নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ ও দুঃসংবাদ শুনে পড়ার জন্য আমাদের দোয়া শিক্ষা দিয়েছেন।

 

সুসংবাদের দোয়া

 

الْحَمْدُ لِلَّهِ الَّذِي بِنِعْمَتِهِ تَتِمُّ الصَّالِحَاتُ (উচ্চারণ: আলহামদুলিল্লাহ আল্লাযি বিনিমাতিহি তাতিম্মুস সালিহাত।)

 

অর্থ: সব প্রশংসা আল্লাহর জন্য, যার নেয়ামতের মাধ্যমে ভালো কাজগুলো সম্পন্ন হয়। (ইবনে মাজাহ: ৩৮০৩)

 

আরও পড়ুন: টাইলসে প্রস্রাব শুকিয়ে গেলে ফ্লোর কি পাক হয়ে যায়?

 

দুঃসংবাদের দোয়া

 

إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ (উচ্চারণ: ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।)

 

অর্থ: আমরা আল্লাহর এবং নিশ্চয় আল্লাহর কাছেই ফিরে যাব। পবিত্র কোরআনের এই দোয়াটি মৃত্যুর খবরসহ যেকোনো দুঃসংবাদে পড়া যায়। (সুরা বাকারা: ১৫৬)

]]>
সম্পূর্ণ পড়ুন