সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার প্রতিষ্ঠা হবে: বিপ্লব

১ সপ্তাহে আগে
অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আগামীদিনে এদেশে সরকার প্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ফেনী সদর উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত বিজয় র‌্যালি পূর্ব সমাবেশে এ মন্তব্য করেন তিনি। 

 

মশিউর রহমান বিপ্লব বলেন, ‘সরকার প্রতিষ্ঠা করতে হলে মানুষের মন জয় করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার তাগিদ দিচ্ছেন আমাদের কোনো প্রকার আচরণে মানুষ যেন কষ্ট না পায়। আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের মন জয় করতে হবে। আজ থেকে এক বছর আগে ঠিক আগের দিনও আমরা এখানে দাঁড়িয়ে কথা বলতে পারিনি। কথা বলার জন্য ও অধিকার আদায়ের জন্য জীবন দিয়েছে আমাদের হাজার সন্তান। পঙ্গুত্ববরণ করছে লাখো সন্তান। গুম-খুন হয়েছে অগণিত। দীর্ঘ ১৭ বছর লড়াই করেছি। তার ধারাবাহিকতায় ৫ আগস্টের জন্ম হয়েছে।’ 


দীর্ঘ ১৭ বছর যারা শহীদ হয়েছে সবার প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন তিনি। ৪ আগস্ট ফেনীর মহিপালে যে গণহত্যা ঘটেছে তাদের প্রতি শ্রদ্ধা ও আত্মার মাগফিরাত কামনা করেন তিনি।

আরও পড়ুন: সংস্কার ও নির্বাচন জরুরি হয়ে দাঁড়িয়েছে: এ্যানি

বিপ্লব আরও বলেন, ‘শর্শদী ইউনিয়নের জাফর আহমেদ নামের একজন টমটম চালক শহীদ হয়েছে। সম্ভবত ভুলবশত তার নাম বাদ পড়েছে। প্রশাসনের কাছে অনুরোধ থাকবে তার নাম যেন অন্তর্ভুক্ত করতে হবে। একজন শহীদ যদি বাদ পড়ে আমরা সবাই আত্মহুতি দিতে প্রস্তুত রয়েছি। আমাদের সংগ্রাম কিন্তু শেষ হয়ে যায়নি। আমাদের সংগ্রামের চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে। এখনো দেশে অবাদ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়নি। নির্বাচন নিয়ে নাটক হচ্ছে বলে অনেকে মনে করছেন কিন্তু আমরা তা বলতে চাই না। জুলাই সনদ ঘোষণার মাধ্যমে নির্বাচনেরও রোডম্যাপ ঘোষণা করতে হবে।’ 

]]>
সম্পূর্ণ পড়ুন