সুবিধা বঞ্চিত ২০০ পরিবারে হাসি ফুটিয়েছে জালালাবাদ অ্যাসোসিয়েশন ক্যালিফোর্নিয়া

৩ সপ্তাহ আগে
হবিগঞ্জে সুবিধা বঞ্চিত ২০০ পরিবারে হাসি ফুটিয়েছে জালালাবাদ অ্যাসোসিয়েশন ক্যালিফোর্নিয়া। ঈদের ঠিক আগের দিন এলাকার হতদরিদ্র পরিবারগুলো বিভিন্ন সামগ্রী পেয়ে অনেক খুশি। তারা এ সংগঠনের সকল কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

রোববার (৩১ মার্চ) দুপুরে জালালাবাদ অ্যাসোসিয়েশন ক্যালিফোর্নিয়ার উদ্যোগে সংগঠনের সহ সভাপতি মুশফিকুর রহমান চৌধুরী সুহিন এর পক্ষ থেকে সদর উপজেলার উচাইল গ্রামে এসব ঈদ উপহার বিতরণ করা হয়। 


মুজিবুর রহমান চৌধুরী তুহিনের সভাপতিত্বে ও শাহিন চৌধুরীর পরিচালনায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজিউড়া ইউনিয়ন চেয়ারম্যান বদরুল করিম দুলাল। 


আরও বক্তব্য দেন, সাবেক মেম্বার নুয়াব আলী, শাহিন চৌধুরী, ফজর আলী, তোফায়েল খান প্রমুখ।


এসব উপহার সামগ্রী পেয়ে খুশি গ্রামের হতদরিদ্র মানুষ। প্রবাসী সংগঠনের এ মহৎ উদ্যোগে তাদের ঈদের আনন্দ আরও পূর্ণতা পেয়েছে বলে জানান সামগ্রী পাওয়া নারী-পুরুষরা। এ ধরনের সহযোগিতা নিয়মিত করার দাবি জানান তারা। ঈদ সামগ্রী প্রতি ব্যাগে ছিল চাল, ডাল, তেল, সেমাইসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী।


আরও পড়ুন: জুলাই শহীদ পরিবারের মধ্যে ঈদ উপহার বিতরণ


প্রধান অতিথি বদরুল করিম দুলাল বলেন, প্রতি বছর আমাদের এলাকার হতদরিদ্র মানুষের মাঝে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এ উদ্যোগ নিয়মিত চলবে ইনশাল্লাহ। 


সহ সভাপতি মুশফিকুর রহমান চৌধুরী সুহিন জানান, জালালাবাদ অ্যাসোসিয়েশন ক্যালিফোর্নিয়া দেশের সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। এলাকার মানুষ যারা ঈদের কেনাকাটা করতে পারেনি তাদের মুখে হাসি ফুটাতেই আমাদের এ উদ্যোগ। আমাদের এ ক্ষুদ্র আয়োজনে গ্রামের হতদরিদ্র মানুষগুলোর ঈদের আনন্দ যাতে পূর্ণতা পায় তবেই আমাদের স্বার্থকতা। আমরা দেশ ও দেশের মানুষের কল্যাণে নিয়মিত এ ধরণের কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করব।

]]>
সম্পূর্ণ পড়ুন