টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ১৩২ রানে অলআউট হয় হ্যাম্পশায়ার। দলটির হয়ে সর্বোচ্চ রান এসেছে পাকিস্তানের ব্যাটসম্যান শান মাসুদের ব্যাট থেকে। ৪১ বলে ৩ চার এবং ২ ছক্কায় ৫৬ রান করেন তিনি। এছাড়া, আলী ওর ২৮ এবং টম পার্স্টের ব্যাট থেকে আসে ১২ রান।
রংপুরের সকল বোলারই দারুণ বোলিং করেছেন। তবে ইংলিশ পেসার জ্যাক চ্যাপেল ছিলেন অসাধারণ। ৪ ওভারে ২৩ রান খরচায় নিয়েছেন ৫ উইকেট। আর হরমিত সিং নিয়েছেন ২ উইকেট।
আরও পড়ুন: সাকিবের দেড়শ ছাড়ানো স্ট্রাইকরেটের ইনিংসও বাজে’র কাতারে
১৩৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করে রংপুর। সৌম্য ও টেইলরের ওপেনিং জুটি থেকে আসে ৪৬ রান। তবে এই জুটি ভাঙার পরই বিপদে পড়ে বিপিএলের ফ্র্যাঞ্চাইজিটি। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে রংপুর। ২০ ওভারে শেষে ৮ উইকেট হারিয়ে ১৩২ রানে থাকে রংপুরের ইনিংস। রংপুরের হয়ে সৌম্য ২৭, নুরুল হোসেন ২৪, খুশদিল ২৫ এবং স্টিভেন টেইলরের ব্যাট থেকে আসে ২০ রান।
এরপর ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানে প্রথমে ব্যাট করে ১ উইকেট হারিয়ে ১২ রান করে রংপুর। জবাবে ১ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় হ্যাম্পশায়ার। রংপুরের পরের ম্যাচ আগামী ১ ডিসেম্বর অস্ট্রেলিয়ার ক্লাব ভিক্টোরিয়ার বিপক্ষে।