রোববার (২৩ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে ছাতক সুরমা ব্রিজের গোলচত্বর সংলগ্ন ছাতক-গোবিন্দগঞ্জ সড়কে একটি মোটরসাইকেল, ডাম্প ট্রাক ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় তিনজন গুরুতর আহত হন।
আরও পড়ুন: দাঁড়ানো ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, এসএসসি পরীক্ষার্থীসহ নিহত ২
স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেছেন। নিহত হুমায়ুন রশিদ করছ খালী গ্রামের ফারুক মিয়ার ছেলে ও নিহত শাহিন মিয়া একই গ্রামের নোয়াব আলীর ছেলে।
অপর আহত হোসাইন আহমদকে সিলেটের একটি প্রাইভেট হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।তিনি কালারুকা ইউনিয়নের নয়া লম্বাহাটি গ্রামের সুনুর মিয়ার ছেলে।
আরও পড়ুন: হিলিতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্যাংকলরি উল্টে নিহত ২
ছাতক থানার অফিসার ইনচার্জ মো. মোখলেছুর রহমান আকন্দ জানান, ট্রাক সিএনজিচালিত অটোরিকশার রিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জন মারা গেছেন। একজন আহত হয়েছেন।