সুনামগঞ্জে ফেসবুক পোস্ট নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

৩ সপ্তাহ আগে
ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সুনামগঞ্জের ছাতকে ছাত্রদলের দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

রোববার (৪ মে) দুপুরে গোবিগঞ্জ পয়েন্ট এলাকায় এ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।


রোববার (৪ মে) দুপুরের কলিম উদ্দিন মিলন আহমদ গ্রুপের জেলা ছাত্রদলের আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক এমদাদুর রহমান ইমন ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহাবুব ও মিজানুর রহমান চৌধুরী গ্রুপের জেলা ছাত্রদল নেতা সুমন আহমেদের গ্রুপের নেতাকর্মীরা ফেইসবুকে রাজনৈতিক পোস্ট দেয়া নিয়ে সকালে কলেজ ক্যাম্পাসে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। পরে দুপুরে উভয় পক্ষের কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে গোবিগঞ্জ পয়েন্ট এলাকায় ধাওয়া পালটা ধাওয়া লিপ্ত হয়।


আরও পড়ুন: সিলিং ফ্যানে ঝুলছিল ছাত্রদল নেতার মরদেহ


পরে আইনশৃঙ্খলা বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহত হয়নি।

]]>
সম্পূর্ণ পড়ুন