সুনামগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ২

৪ সপ্তাহ আগে
সুনামগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি এসি বাস উল্টে খাদে পড়ে ২ জন নিহত হয়েছেন।

শুক্রবার (২৪ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে পাগলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে সুনামগঞ্জ আসছিল সেজুতি ট্রাভেলের একটি এসি বাস। তবে পাগলাবাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যায়।

 

আরও পড়ুন: সাইকেল চালিয়ে বাজারে যাচ্ছিলেন, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল আবুল কালামের

 

জয়কলস হাইওয়ে থানার পুলিশ সুমন কুমার চৌধুরী বলেন, অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর জন্য দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলেই ২ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ১০ জন।

 

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় না জানতে পারলেও পুলিশ বলছে, নিহতদের লাশ উদ্ধার করেছে। আহতরা সিলেট ও সুনামগঞ্জের হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

]]>
সম্পূর্ণ পড়ুন