সুনামগঞ্জে অনুদানের চেক পেলেন জুলাই অভ্যুত্থানে আহতরা

২ সপ্তাহ আগে
জুলাই গণঅভ্যুত্থানে আহত ২৩০ জনের মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। আহতদের প্রত্যেকের হাতে এক লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।

শনিবার (১০ মে) দুপুরে জেলা শিল্পকলা একাডেমির হাছনরাজা মিলনায়তনে চেক বিতরণ করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। জেলার ১২ টি উপজেলার ২৩০ জন আহতের মধ্যে দুই কোটি ত্রিশ লাখ টাকার চেক হস্তান্তর করেন। 


অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পালের সভাপতিত্বে ও সহকারী কমিশনার নাসরিন আক্তার সঞ্চালনায় অনুষ্ঠানে পুলিশ সুপার মো. তোফায়েল আহমদ সিভিল সার্জন ডা. জসীম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন: জুলাই শহীদের মেয়েকে ধর্ষণ: তিন কিশোরের বিরুদ্ধে অভিযোগপত্র

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, ‘এই সরকার ছাত্রজনতা আন্দোলনের সরকার। জুলাই বিপ্লবে ছাত্রজনতা এই সরকারে বৈধতা দিয়েছেন। সরকারের কোনো সিদ্ধান্তে দ্বিমত থাকলে তা প্রশাসনকে সরাসরি বলতে পারেন। আমরা আপনাদের কথা শুনতে প্রস্তুত আছি। আপনাদের কারণে আমরা এখানে কথা বলার সুযোগ পেয়েছি। আপনারা যদি অন্যের স্বার্থে হাতিয়ার হবেন না। আপনারা কারো ক্রীড়ানক হবেন না। ছাত্রজনতার আন্দোলনের উদ্দেশ্য ছিল বৈষম্যহীন সমাজ বৈষম্যহীন বাংলাদেশ যেখানে সকল নাগরিক সমান অধিকার ভোগ করবেন।’ 

]]>
সম্পূর্ণ পড়ুন