সুখবর দিলেন অমিতাভ রেজা

১ সপ্তাহে আগে
কমেডিয়ান ঘরানার নতুন সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’ মুক্তি পেতে চলেছে খুব শিগগিরই। সামাজিক যোগযোগ মাধ্যমে সে সুখবর জানিয়েছেন দেশের জনপ্রিয় নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী।

বৃহস্পতিবার (১৫ মে) নিজের ভেরিফাইড প্রোফাইলে নির্মাতা অমিতাভ রেজা একটি ছবি আপলোড করেন। ছবিটি মূলত তার পরিচালিত নতুন সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’র পোস্টার।

 

এর ক্যাপশনে অমিতাভ লেখেন, অমিতাভ রেজা চৌধুরী ও মোশাররফ করিমের প্রথম যুগলবন্দি। আসছে তীব্র গতিতে, হর্ণ বাজিয়ে, ঘোড়ার মতো ছুটে - বোহেমিয়ান ঘোড়া!

 

 

এক সাক্ষাৎকারে নিজের নতুন সিরিজটি প্রসঙ্গে অমিতাভ বলেন, ‘বোহেমিয়ান ঘোড়া’ সিরিজে ট্রাক ড্রাইভার আব্বাস কীভাবে ভালোবাসা, প্রত্যাশা আর সন্দেহ একসঙ্গে সামলান, সেই কৌতুকপূর্ণ জটিলতা উঠে এসেছে। সঙ্গে আছে নানা ধরনের রোড অ্যাডভেঞ্চার।

 

আরও পড়ুন: হাতে পোস্টার নিয়ে স্ত্রী নিখোঁজের বিজ্ঞপ্তি দিলেন রাশেদ সীমান্ত

 

‘বোহেমিয়ান ঘোড়া’র অভিনয়শিল্পীরা। ছবি: সংগৃহীত

 

সিরিজটিতে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন মোশাররফ করিম। আরও রয়েছেন তানজিকা আমিন, রুনা খান, মৌসুমী হামিদ, সাদিয়া আয়মান, জুই করিম, ফারহানা হামিদ, অদিতি এবং বৃষ্টি।

 

আরও পড়ুন: সেলিব্রিটি ক্রিকেট লিগ /অশ্লীলতা ছড়ানোর অভিযোগে ৯ জনের নামে লিগ্যাল নোটিশ

 

আগামী ৫ জুন জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে মুক্তি পাবে ‘বোহেমিয়ান ঘোড়া’।  

 

 

]]>
সম্পূর্ণ পড়ুন