সীমান্তে এক লাখ ভারতীয় রুপিসহ আটক ১

১ সপ্তাহে আগে
ঠাকুরগাঁওয়ে অভিযান চালিয়ে ভারতীয় রুপিসহ হোসেন আলী নামে একজনকে আটক করেছে র‍্যাব। শনিবার (১২ এপ্রিল) দুপুরে জেলার রাণীশংকৈল উপজেলার নেকমরদ এলাকা থেকে তাকে আটক করে র‍্যাব-১৩। পরে তাকে রানীশংকৈল থানা পুলিশের কাছে সোপর্দ করে র‍্যাব।

র‍্যাব-১৩ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে দীর্ঘদিন ধরে অবৈধ পথে বিভিন্ন দেশের ডলার সংগ্রহ করে ব্যবসা পরিচালনা করে আসছে হোসেন আলী। যা সম্পূর্ণ অবৈধ। এছাড়াও তিনি জাল টাকা বিক্রি করে মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে আসছেন। পরে তার স্থান জানতে পেরে জেলার রাণীশংকৈল উপজেলার নেকমরদ এলাকায় অভিযান পরিচালনা করে র‍্যাব। পরে সেখান থেকে তার কাছে থানা ভারতীয় রুপিসহ তাকে আটক করা হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়।


পুলিশ জানায়, সিপিসি-২,নীলফামারী, র‍্যাব-১৩,রংপুর কর্তৃক অভিযানে  এক লাখ ভারতীয় জাল  রুপিসহ জেলার হরিপুর উপজেলার মারাধার গ্রামের মৃত শামসুল হকের ছেলে হোসেন আলীকে আটক করে। পরবর্তীতে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়।


আরও পড়ুন: ঠাকুরগাঁও সীমান্তে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ


এ বিষয়ে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটক হোসেন আলীর বিরুদ্ধে  রাণীশংকৈল থানায় মামলা হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন